আপনার প্রপিতামহের জন্যই চিন আজ নিরাপত্তা পরিষদে, রাহুলকে তুলোধনা বিজেপির
প্রধানমন্ত্রীকে আক্রমণ করে পাল্টা পাটকেল খেলেন রাহুল গান্ধী। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার প্রস্তাবে চিন বাধা দেওয়ায় প্রধানমন্ত্রীকে নিশানা করে বসেন কংগ্রেস সভাপতি। তাতেই তেতে উঠল বিজেপি শিবির।
নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রীকে আক্রমণ করে পাল্টা পাটকেল খেলেন রাহুল গান্ধী। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার প্রস্তাবে চিন বাধা দেওয়ায় প্রধানমন্ত্রীকে নিশানা করে বসেন কংগ্রেস সভাপতি। তাতেই তেতে উঠল বিজেপি শিবির।
আরও পড়ুন-একদা যুযুধান মুকুলের হাত ধরেই বিজেপিতে অর্জুন
বিজেপির পক্ষ থেকে টুইটে রাহুলের উদ্দেশ্যে বলা হয়েছে, ‘আপনার প্রপিতামহ যদি পাশে না থাকতো তাহলে আজ চিন নিরাপত্তা পরিষদে যেতে পারতো না। আপনার পরিবারের গুচ্ছ গুচ্ছ ভুলের খেসারত আজ গোটা দেশকে দিতে হচ্ছে। জঙ্গিদের নির্মূল করার কাজটা মোদীর ওপরে ছেড়ে দিন। আর আপনি চিনকে নিয়েই থাকুন।’
China wouldn't be in UNSC had your great grandfather not 'gifted' it to them at India’s cost.
India is undoing all mistakes of your family. Be assured that India will win the fight against terror.
Leave it to PM Modi while you keep cosying up with the Chinese envoys secretly. https://t.co/lAyp12CXBD
— BJP (@BJP4India) March 14, 2019
উল্লেখ্য, জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তকমা দিতে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব করে ভারত। তা ভেটো দিয়ে আটকে দেয় চিন। এর আগেও তিনবার একই কাজ করেছিল চিন। ওই প্রস্তাব খারিজ হয়ে যাওয়ার পরই রাহুল গান্ধী টুইট করেন, ‘দুর্বল মোদী শি জিনপিংকে ভয় পেয়েছেন। ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পরও মোদীর মুখে একটাও কথা নেই।’
আরও পড়ুন-সব শেষ হয়ে গেছে, আমি মৃত্যুর অপেক্ষায় আছি, বললেন সুদীপ্ত সেন
রাহুল গান্ধীর টুইট নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদও। সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘দেশ যখন যন্ত্রণা ভোগ করছে তখন রাহুল গান্ধী এমন উল্লাস করছেন কেন? কী হল আপনার? আপনার টুইট পাকিস্তানে হেডলাইন হবে। এতে আপনার ভালোই লাগবে। ২০০৯ সালে ইউপিএ জমানায় চিন মাসুদ আজহারের ব্যাপারে এরকমই আপত্তি করেছিল। তখনও কি আপনি এমনই টুইট করেছিলেন? মাসুদ আজহারের ক্ষেত্রেও কি কংগ্রেস সরকারের বিরোধিতা করবে!’