সুস্মিতার হত্যা নিয়ে আফগানিস্তানের সঙ্গে কথা বলবে ভারত

লেখিকা সুস্মিতা ব্যানার্জির তালিবানিদের হাতে নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করল ভারত। বিষয়টি নিয়ে আফগানিস্তান সরকারের সঙ্গে কথা হবে বলে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী রাজীব শুক্লা। শুক্রবার রাজ্যসভায় শুক্লা ঘটনার নিন্দা করে জানান, "গোটা বিষয়টা পররাষ্ট্র দফতর দেখছে, আফগান সরকারের সঙ্গে সুস্মিতার হত্যা নিয়ে কথা বলা হবে।"

Updated By: Sep 6, 2013, 06:26 PM IST

লেখিকা সুস্মিতা ব্যানার্জির তালিবানিদের হাতে নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করল ভারত। বিষয়টি নিয়ে আফগানিস্তান সরকারের সঙ্গে কথা হবে বলে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী রাজীব শুক্লা। শুক্রবার রাজ্যসভায় শুক্লা ঘটনার নিন্দা করে জানান, "গোটা বিষয়টা পররাষ্ট্র দফতর দেখছে, আফগান সরকারের সঙ্গে সুস্মিতার হত্যা নিয়ে কথা বলা হবে।"
এ দিন সংসদের উচ্চকক্ষে বিষয়টি তোলেন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। ৪৯ বছরের লেখিকার নির্মম হত্যার নিন্দায় `শেম -শেম` রব ওঠে সংসদ কক্ষে। সিপিআই সাংসদ ডি রাজা বলেন, "হত্যার ঘটনা নৃশংস, আফগানিস্তানে ভারতীয় দূতাবাসেও হামলা চালানো হয়।" সরকারের কড়া পদক্ষেপ দাবি করেছেন রাজা।
আফগানিস্তানে `বাঙালি বউ`-হত্যার ঘটনা নাড়া দিয়েছে সমাজবাদী সাংসদ জয়া বচ্চনকে। ঘটনায় বিদেশ মন্ত্রকের অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
অপহরণের পর সাহিত্যিক সুস্মিতা বন্দ্যোপাধ্যায়কে গুলি করে খুন করে তালিবান জঙ্গিরা। আফগানিস্তানের পাকতিকা প্রদেশের রাজধানী খরানায় স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে থাকতেন সুস্মিতা। বুধবার রাতে তালিবান জঙ্গির একটি দল তাঁদের ঘরে ঢোকে। সুস্মিতার স্বামী জাঁবাজ খান ও পরিবারের অন্যান্য সদস্যদের বেঁধে রেখে, সুস্মিতাকে তুলে নিয়ে যায়। পরের দিন তাঁর নিষ্প্রাণ দেহ উদ্ধার হয় একটি ধর্মীয় স্কুলের সামনে।
মৌলবাদী নির্যাতনের বিরুদ্ধে অকুতোভয় হয়ে কলম ধরেছিলেন সুস্মিতা বন্দ্যোপাধ্যায়। লিখেছিলেন কাবুলিওয়ালার বাঙালি বউ। শুধু পশ্চিমবঙ্গ নয়। গোটা দেশে আলোড়ন ফেলে দিয়েছিল সেই বই। কিন্তু সেই আলোড়নও তালিবান জঙ্গিদের রক্তচক্ষু থেকে বাঁচাতে পারল না কাবুলিওয়ালার বাঙালি বউকে।

.