কড়া নিরাপত্তায় নয়াদিল্লিতে পালিত হচ্ছে ৬৭তম প্রজাতন্ত্র দিবস, কুচকাওয়াজে অংশ নিল ফরাসি সেনারা
জঙ্গি হামলার আশঙ্কার মধ্যেই কড়া নিরাপত্তায় নয়াদিল্লিতে পালিত হচ্ছে সাতষট্টিতম প্রজাতন্ত্র দিবস। রাজঘাটে বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদে। প্রথমেই রাজঘাটে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর হাজির হন উপরাষ্ট্রপতি ডক্টর হামিদ আনসারি। তাঁকে স্বাগত জানান মোদী। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে এক গাড়িতে রাইসিনা হিলস থেকে রাজপথে আসেন ওলাঁদে। তাঁদেরকেও স্বাগত জানান প্রধানমন্ত্রী। কুচকাওয়াজ দেখতে সকাল থেকেই রাজপথে ভিড় করেন উত্সাহী মানুষজন।
এবছর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিল ফরাসি সেনার ৭৬ জন সদস্যের একটি দল। নেতৃত্বে ছিলেন ফ্রেঞ্চ সামরিক ব্যান্ডের আটচল্লিশজন সঙ্গীত শিল্পী। এই প্রথম প্রজাতন্ত্র দিবসে অংশ নিল কোনও বিদেশি সেনাবাহিনী। এছাড়াও এবারের কুচকাওয়াজের অন্যতম আকর্ষণ ছিল সেনাবাহিনীর ডগ স্কোয়াডের প্যারেড। ২৬ বছর পর ফের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সামিল হল ডগ স্কোয়াড। আর ছিল সীমান্তরক্ষী বাহিনীর উট স্কোয়াড। নেতৃত্বে ছিলেন ডেপুটি কমাডেন্ট কুলদীপ জে চৌধুরী। এবারই প্রথম ছাব্বিশে জানুয়ারির অনুষ্ঠানে ট্যাবলো নামালেন অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা।