DRDO: ভূমি থেকে আকাশে আঘাত হানতে সক্ষম, ভারতীয় সেনার হাতে এবার নতুন ক্ষেপণাস্ত্র

ডিআরডিও-র তরফে বলা হয়েছে, ভারতীয় সেনার জন্য তৈরি করা হয়েছে ওই মিসাইলটি

Updated By: Mar 27, 2022, 06:57 PM IST
DRDO: ভূমি থেকে আকাশে আঘাত হানতে সক্ষম, ভারতীয় সেনার হাতে এবার নতুন ক্ষেপণাস্ত্র

নিজস্ব প্রতিবেদন: মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম একটি মিসাইলের সফল পরীক্ষা সেরে ফেলল ভারতীয় সেনা। রবিবার ওড়িশার বালাসোরের এক মিসাইল লঞ্চ প্যাড থেকে ওই মিসাইলটির পরীক্ষা করা হয়। ডিআরডিও সূত্রে খবর নিখুঁত নিশানায় আঘাত হেনেছে মিসাইলটি।

ডিআরডিও-র তরফে আরও বলা হয়েছে, ভারতীয় সেনার জন্য তৈরি করা হয়েছে ওই মিসাইলটি। পরীক্ষা টার্গেটে নিখুঁতভাবে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্রটি। 

উল্লেখ্য, ইজরায়েলের সঙ্গে যৌথ উদ্যোগে ওই মিসাইলটি তৈরি করা হয়েছে। সত্তর কিলোমিটার দূরের কোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ওই মিসাইলটি। আজ উচ্চ গতিতে উড়ে যাওয়া এক লক্ষ্যবস্তুতে আঘাত হানে এই মিসাইলটি।

উল্লেখ্য, বুধবারই ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের একটি নতুন সংস্করণের সফল পরীক্ষা করে ডিআরডিও। সেই পরীক্ষায় সফল হয় ক্রুজ মিসাইলটি।

আরও পড়ুন-দুর্নীতি-খুনের অভিযোগ জানাতে এবার 'দিদিকে বলো'-র ধাঁচে হেল্পলাইন, ঘোষণা মমতার

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.