ICG: ভারতীয় জলসীমায় পাক-বোটকে ধরল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, তদন্ত চলছে

পাকিস্তানের বোটটিকে গুজরাটে আনা হয়েছে।

Updated By: Sep 15, 2021, 10:52 PM IST
ICG: ভারতীয় জলসীমায় পাক-বোটকে ধরল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, তদন্ত চলছে
নিজস্ব প্রতিবেদন: ১৪ সেপ্টেম্বর রাতে ইন্ডিয়ান কোস্ট গার্ডের একটি জাহাজ নাম 'রাজরতন' নজরদারি চালাচ্ছিল। তখনই তাদের নজরে পড়ে ভারতীয় সীমানার মধ্যে একটি পাকিস্তানি নৌকা। নাম 'আল্লা পাওয়াওয়াকল'। যাতে ১২ জন ছিল। 
 
ভারতীয় কোস্ট গার্ড দলটির নেতৃত্বে ছিলেন  কমান্ড্যান্ট (জেজি) গৌরব শর্মা। পাক নৌকাটিকে ধাওয়া করে ধরা হয়। আইসিজি জানায়, নৌকাটা গুজরাটের ওখায় আনা হয়।
 
 
প্রসঙ্গত, ইন্ডিয়ান কোস্ট গার্ড গত ৪ দিনে অন্তত ৭ জন মৎস্যজীবীকে উদ্ধার করেছে। রাতের দুর্যোগপূর্ণ সময়ে কাজ করতে গিয়ে হেলিকপ্টারেরও সাহায্য নেওয়া হয়েছে।
 
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
 
.