সিডনিতে মুক্ত দুই পণবন্দী ভারতীয় সুস্থ রয়েছেন, টুইট সুষমার
সিডনির ক্যাফেতে পণবন্দী দুই ভারতীয় সুস্থ রয়েছেন বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ টুইট করে ভারতীয়দের সুস্থ থাকার কথা জানিয়েছেন।
ওয়েব ডেস্ক: সিডনির ক্যাফেতে পণবন্দী দুই ভারতীয় সুস্থ রয়েছেন বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ টুইট করে ভারতীয়দের সুস্থ থাকার কথা জানিয়েছেন।
প্রায় ১৭ ঘণ্টা পরে পুলিসি অভিযানে মুক্ত করা হয় সিডনির মার্টিন প্লেসে লিন্ড চকোলেট ক্যাফেতে পণবন্দী ৫০ জনকে। এদের মধ্যে ছিলেন দুই ভারতীয়। ইনফোসিসে কর্মরত বিশ্বকনাথ অঙ্কিরেড্ডি ও এ রাজ্যের হাওড়ার বালির বাসিন্দা পুষ্পেন্দু দাস। জঙ্গি-পুলিস গুলির লড়াইয়ে মৃত্যু হয় ২ জনের, আহত হন বেশ কিছু পণবন্দী। তবে শেষ পর্যন্ত সকলকেই জীবীত উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃত্যু হয়েছে বন্দুকবাজের।