ভারতের সিংহ এবার বিপন্ন প্রজাতি হিসেবে ঘোষিত

বিপন্ন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত হল ভারতের সিংহ। এক বিখ্যাত মার্কিন বন্যপ্রাণী সংস্থার বিচারে ভারতের পাশাপাশি আফ্রিকার সিংহকেও বিপন্ন প্রজাতি হিসেবে গণ্য করা হল। গত কুড়ি বছরে যে হারে কমে এসেছে ভারত ও আফ্রিকায় জন্ম নেওয়া সিংহ তাতে বিপন্ন প্রজাতি হিসেবে ঘোষণা করতেই হত বলে দাবি সেই মার্কিন বন্যপ্রাণী সংস্থার।

Updated By: Dec 22, 2015, 10:02 PM IST
ভারতের সিংহ এবার বিপন্ন প্রজাতি হিসেবে ঘোষিত

ওয়েব ডেস্ক: বিপন্ন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত হল ভারতের সিংহ। এক বিখ্যাত মার্কিন বন্যপ্রাণী সংস্থার বিচারে ভারতের পাশাপাশি আফ্রিকার সিংহকেও বিপন্ন প্রজাতি হিসেবে গণ্য করা হল। গত কুড়ি বছরে যে হারে কমে এসেছে ভারত ও আফ্রিকায় জন্ম নেওয়া সিংহ তাতে বিপন্ন প্রজাতি হিসেবে ঘোষণা করতেই হত বলে দাবি সেই মার্কিন বন্যপ্রাণী সংস্থার।

উল্লেখ্য, গোটা পৃথিবীতে এই মুহূর্তে মাত্র ১৪০০টি এই দুই প্রজাতির সিংহ বেঁচে আছে। এই দুই প্রজাতির সিংহ বাঁচাতে বেশ কয়েকটি উদ্যোগের কথাও ঘোষণা করা হয়েছে। আগামী দিনে এই বিষয়ে বড় আকারে জনসচেতনা প্রচারে নামা হবে বলেও ঘোষণা করা হয়েছে। সংস্থার অধিকর্তা ড্যান আ্যাশে জানান, 'পৃথিবীর অন্যতম জনপ্রিয় পশু হল সিংহ। এদের বাঁচাতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।'

.