সমুদ্রপথে হামলা করতে পারে প্রতিবেশী দেশের জঙ্গিরা, মোকাবিলা করতে তৈরি নৌসেনাও: রাজনাথ

রাজনাথই নন, এর আগে একই আশঙ্কা প্রকাশ করেছিলেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল করমবীর সিং

Updated By: Sep 27, 2019, 07:21 PM IST
সমুদ্রপথে হামলা করতে পারে প্রতিবেশী দেশের জঙ্গিরা, মোকাবিলা করতে তৈরি নৌসেনাও: রাজনাথ

নিজস্ব প্রতিবেদন: সমুদ্রপথে যে কোনও জঙ্গি হামলার জন্য তৈরি রয়েছে দেশের নৌবাহিনী। শুক্রবার এমনটাই জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

আরও পড়ুন-৪ বছর পর ঐতিহাসিক জয় কেরলে, ঘুরে দাঁড়ানোর দিশা পেল  বামেরা

শুক্রবার কেরলের কোল্লামে এক অনুষ্ঠানে যোগ দেন রাজনাথ। সেখানেই তিনি বলেন, প্রতিবেশী দেশের জঙ্গিরা জলপথে ভারতে হামলা করতে পারে। একথা মাথায় রেখেই বলছি, আমাদের দেশের নৌসেনাও ওই হামলার ব্যাপারে সতর্ক রয়েছে। দেশের উপকূলকে সম্পূর্ণ নিরাপদ রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

কোল্লামে এদিন বিশিষ্ট আধ্যাত্মিক ব্যক্তিত্ব মাতা অমৃতানন্দময়ীর জনম্দিন উপলক্ষ্যে এক সভায় ভাষণ দিচ্ছিলেন। সেখানে তিনি পুলওয়ামার শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, রাজনাথই নন, এর আগে একই আশঙ্কা প্রকাশ করেছিলেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল করমবীর সিং ও সেনাবাহিনীর সার্দান কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সতিন্দর সাইনিও।

আরও পড়ুন-নাগরিকপঞ্জীতে নাম না থাকলেও দেওয়া যাবে ভোট, ঘোষণা নির্বাচন কমিশনের

রাজনাথ এদিন আরও বলেন, মাতা অমৃতানন্দময়ী পুলওয়ামায় নিহত শহিদদের পরিবারের প্রতি সহানুভুতি জানিয়েছিলেন। যে দেশের মানুষ শহিদদের শ্রদ্ধা করতে পারে না, সে দেশের মানুষ দুনিয়ার কিছুকেই শ্রদ্ধা করতে পারে না।

.