Indian Rupee Fall: ক্রমশ কমছে টাকার মান! দিশা হারাচ্ছে অর্থনীতি; কী দিন অপেক্ষা করছে সামনে?
অন্য দেশের সঙ্গে সম্পর্ক রেখে ডলারের বিপরীতে টাকার মান কমাচ্ছে বাংলাদেশও। এতে দাম বাড়ছে মার্কিন ডলারের। আমদানি দায় মেটাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রতিনিয়ত ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাঙ্ক।
নিজস্ব প্রতিবেদন: মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমেই চলেছে। বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় ডলারের বিপরীতে টাকা তার মান হারাচ্ছে। এক দিনেই ডলারের বিপরীতে টাকার মান কমেছে ২৫ পয়সা। গত ১৪ দিনে দু'দফায় ডলারের বিপরীতে টাকার দাম কমেছে ৫০ পয়সা।
মঙ্গলবার আন্তঃব্যাঙ্ক মুদ্রাবাজারে প্রতি ডলার ৮৬ টাকা ৭০ পয়সায় কিনতে হয়েছে। সোমবারও এক ডলার কেনা গিয়েছিল ৮৬ টাকা ৪৫ পয়সায়। ২৭ এপ্রিলে এটা ছিল ৮৬ টাকা ২০ পয়সা। ব্যাঙ্কগুলি নগদ ডলার বিক্রি করছে কেনা দামের চেয়ে ৩-৫ টাকা বেশি দরে। আর ব্যাঙ্কের বাইরে খোলাবাজারে এক ডলার ৯২-৯৩ টাকায় কেনাবেচা হচ্ছে।
২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের আগস্ট পর্যন্ত আন্তঃব্যাঙ্ক মুদ্রাবাজারে ডলারের দাম ৮৪ টাকা ৮০ পয়সায় স্থিতিশীল ছিল। কিন্তু এরপর থেকে বড় ধরনের আমদানি ব্যয় পরিশোধ করতে গিয়ে ডলার-সঙ্কট দেখা দেয়। ফলে ডলারের বিপরীতে টাকার মান শুধুই কমতে থেকেছে।
অন্য দেশের সঙ্গে সম্পর্ক রেখে ডলারের বিপরীতে টাকার মান কমাচ্ছে বাংলাদেশও। এতে দাম বাড়ছে মার্কিন ডলারের। আমদানি দায় মেটাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রতিনিয়ত ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাঙ্ক। এতে গত দেড় মাসে কয়েক ধাপে ডলারের দাম বেড়েছে ৭০ পয়সা। সোমবার যা বেড়ে হয়েছে ৮৬ টাকা ৭০ পয়সা।
আরও পড়ুন: Skeletons of 1857 Revolt: মিলল সিপাহি বিদ্রোহে অংশ নেওয়া প্রায় তিনশো ভারতীয় সেনার দেহাবশেষ