কিম-ট্রাম্পের বৈঠকের প্রভাব ভারতীয় শেয়ার বাজারে, চাঙ্গা সেনসেক্স, নিফটি

আজ সিঙ্গাপুরে ঐতিহাসিক বৈঠক চলছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার দুই রাষ্ট্রনায়কের মধ্যে। যার জেরে চাঙ্গা থাকতে দেখা গিয়েছে বিশ্ব শেয়ার বাজারগুলি

Updated By: Jun 12, 2018, 11:12 AM IST
কিম-ট্রাম্পের বৈঠকের প্রভাব ভারতীয় শেয়ার বাজারে, চাঙ্গা সেনসেক্স, নিফটি

নিজস্ব প্রতিবেদন: কিম-ট্রাম্পের বৈঠকের ঢেউ আছড়ে পড়ল ভারতীয় শেয়ার বাজারে। মঙ্গলবার সকালে বাজার খুলতেই সেনসেক্স ও নিফটির সূচক যথাক্রমে ৪৩  এবং ১৪ পয়েন্ট বাড়ে । এই মুহূর্তে ১০০ পয়েন্ট বেড়ে সাড়ে ৩৫ হাজার অঙ্কে ট্রেড করছে সেনসেক্স। এ দিন নিফটি সূচকও ১০,৮০০ অঙ্কে  শক্ত ঘাঁটি তৈরি করতে পেরেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন- ট্রাম্প-কিম বৈঠকে 'গৌরী সেন' সিঙ্গাপুর

আজ সিঙ্গাপুরে ঐতিহাসিক বৈঠক চলছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার দুই রাষ্ট্রনায়কের মধ্যে। যার জেরে চাঙ্গা থাকতে দেখা গিয়েছে বিশ্ব শেয়ার বাজারগুলি। জাপানের নিকি ০.৮ শতাংশ বেড়ে তিন সপ্তাহের সর্বোচ্চ সূচকে পৌঁছয়। কোরিয়া স্টক মার্কেট কসপি, হ্যাংস্যাং রয়েছে উর্ধ্বগামী।   লন্ডনের এফটিএস (০.৭৩ শতাংশ), ফ্রান্সের ক্যাক ৪০ (০.৪৩ শতাংশ), জার্মানির ড্যাক্স-র (০.৬০ শতাংশ)মতো ইউরোপের শেয়ার বাজার এবং মার্কিন সূচক ন্যাসড্যাকও (০.১৯শতাংশ) দেখা যায় উপরের দিকে।

আরও পড়ুন- প্রথম করমর্দনেই ইতিবাচক বার্তা, চলছে ট্রাম্প-কিমের ঐতিহাসিক বৈঠক

প্রসঙ্গত, ট্রাম্প-কিমের বহু প্রতিক্ষীত বৈঠক নিয়ে উত্সাহ রয়েছে গোটা বিশ্বের। মার্কিন প্রেসিডেন্টের দাবি অনুযায়ী, পরমাণু নিরস্ত্রীকরণে পথে কি  পাকাপাকিভাবে হাঁটবেন কিম? কোরিয় উপদ্বীপে শান্তি বজায়ে আজই কি চূড়ান্ত চুক্তি হতে চলেছে দুই দেশের মধ্যে? উত্তর কোরিয়ার উপর চাপানো মার্কিন নিষেধাজ্ঞায় শিথিল করতে পারেন ট্রাম্প? এমন সব প্রশ্নের চুলচেরা বিশ্লেষণে নেমে পড়েছেন বিশেষজ্ঞরা। জানা যাচ্ছে, বৈঠক যতদূর গড়িয়েছে, তাতে ইতিবাচক বার্তাই মিলেছে উভয় পক্ষ থেকে।

আরও পড়ুন- বিনিদ্র রাত কাটালেন 'কিম কর্তব্যবিমূঢ়' মুন

.