তাত্ক্ষণিক তিন তালাকে ৩ বছরের জেল ও জরিমানা, খসড়া আইন কেন্দ্রের

এনিয়ে রাজ্য সরকারগুলির মতামত জানতে চেয়েছে কেন্দ্র

Updated By: Dec 2, 2017, 01:56 PM IST
তাত্ক্ষণিক তিন তালাকে ৩ বছরের জেল ও জরিমানা, খসড়া আইন কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন: তাত্ক্ষণিক  তিন তালাক রদে কড়া আইন আনছে কেন্দ্র। এবার কেউ এক নিঃশ্বাসে তিন তালাক দিলে তা বেআইনি বলে ঘোষণা হবে। পাশাপাশি, শাস্তি হিসেবে ৩ বছর প‌র্যন্ত জেল ও জরিমানা হতে পারে। এমনই একটি আইনের খসড়ায় রাজ্য সরকারগুলিকে তাদের মতামত জানানোর জন্য পাঠানো হয়েছে বলে সংবাদ সংস্থার খবর।

‘মুসলিম ওমেন প্রটেকশন অব রাইটস অন ম্যারেজ’ নামে ওই আইনের খসড়াটি তৈরি করেছে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে একটি মন্ত্রীগোষ্ঠী। এছাড়াও ওই গোষ্ঠীতে ছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, অর্থমন্ত্রী অরুণ জেটলি, আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদরা। ওই খসড়া বিলটি সংসদের শীতকালিন অধিবেশনে তোলা হতে পারে।

নতুন এই আইনটি বলবত্ হবে একমাত্র তাত্ক্ষনিক তিন তালাকের ক্ষেত্রে। এক্ষেত্রে স্ত্রী ম্যাজিস্চ্রেটের কাছে গিয়ে তাঁর ভরণপোষণ ও নাবালক সন্তানকে তাঁর কাছে রাখার দাবি জানাতে পারবেন। নতুন আইনে মৌখিক, লিখিত, ই-মেল করে, এসএমএস করে বা হোয়াটসঅ্যাপে তিন তালাক নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি এক্ষেত্রে স্বামীর ৩ বছরের জেল ও জারিমানা হতে পারে বলেও জানানো হয়েছে। গ্রেফতার করা হলে তা হবে জামিন অ‌যোগ্য।

আরও পড়ুন-কলকাতার পর এবার রায়গঞ্জ, শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগ

.