বিমা বিল পাসে আজ সরকারের ত্রাতা হয়ত কংগ্রেস

আজ রাজ্যসভায় পেশ হতে চলেছে বিমা বিল। এই বিল পাস হলে বিমাক্ষেত্রে  বিদেশি বিনিয়োগ ছাব্বিশ শতাংশ থেকে বেড়ে দাঁড়াবে ৪৯ শতাংশে। এর আগে লোকসভায় পাস হয়ে গেলেও, বিজেপির সামনে রাজ্যসভায় এটিকে পাস করানো বড় চ্যালেঞ্জ। তবে ত্রাতার ভূমিকায় দেখা যেতে পারে  কংগ্রেসকে।

Updated By: Mar 12, 2015, 01:52 PM IST

ওয়েব ডেস্ক: আজ রাজ্যসভায় পেশ হতে চলেছে বিমা বিল। এই বিল পাস হলে বিমাক্ষেত্রে  বিদেশি বিনিয়োগ ছাব্বিশ শতাংশ থেকে বেড়ে দাঁড়াবে ৪৯ শতাংশে। এর আগে লোকসভায় পাস হয়ে গেলেও, বিজেপির সামনে রাজ্যসভায় এটিকে পাস করানো বড় চ্যালেঞ্জ। তবে ত্রাতার ভূমিকায় দেখা যেতে পারে  কংগ্রেসকে।

 ইউপিএ জমানায় যে বিমা বিল পেশ হয়েছিল, কার্যত সমস্ত ধারা এক রেখে সেই একই বিল এবার আনতে চলেছে মোদী সরকার। ফলে বিরোধিতার প্রশ্নে সুর নরম কংগ্রেসের। বিরোধী ঐক্যে ফাটল ধরিয়ে তাই সম্ভবত বিলকে সমর্থন করবে কংগ্রেস। যদিও বাম ও তৃণমূল সাংসদরা এর প্রবল বিরোধিতায় সরব।

 

.