নারী শক্তি, ২৩ বছর পর যুদ্ধজাহাজে ফের মহিলা অফিসার নিয়োগ করল Indian Navy

ক মহিলা অফিসার  করবী গগৈকে মস্কোয় ন্যাভাল অ্যাটাশে হিসেবে নিয়োগ করা হয়েছে

Updated By: Mar 8, 2021, 05:34 PM IST
নারী শক্তি, ২৩ বছর পর যুদ্ধজাহাজে ফের মহিলা অফিসার নিয়োগ করল Indian Navy

নিজস্ব প্রতিবেদন: টানা ২৩ বছর বন্ধ ছিল। এবার সেই পরিস্থিতির বদল হল। যুদ্ধজাহাজে ৪ মহিলা অফিসার নিয়োগ করল ভারতীয় নৌসেনা(Indian Navy)। আন্তর্জাতিক নারী দিবসের(International Woman's Day) আগেই এই পদক্ষেপ নিয়েছিল নৌসেনা কর্তৃপক্ষ।

আরও পড়ুন-বিজেপিতেই যাচ্ছেন তৃণমূলের টিকিট না পাওয়া দীপেন্দু বিশ্বাস

দুই মহিলা অফিসারের একজনকে নিয়োগ করা হয়েছে আইএনএস বিক্রমাদিত্যতে(INS Vikramaditya)। অন্য ২ অফিসারকে নিয়োগ করা হয়েছে আইএনএস শক্তি(INS Shakti)-তে। 

১৯৯৮ সালে যুদ্ধজাহাজে মহিলা অফিসারদের নিয়োগ শুরু করে নৌসেনা।  তবে বেশকিছু সমস্যার কারণে ওই নিয়োগ বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন-১২ মার্চ নন্দীগ্রামে মনোনয়ন জমা শুভেন্দুর, মিঠুনকে সঙ্গী করেই শুরু করবেন প্রচার

এবার আইএনএস শক্তি-তে যে ২ মহিলা অফিসার নিয়োগ করা হয়েছে তাঁদের মধ্যে একজন চিকিত্সক। সংবাদমাধ্যমে তিনি জানান, একজন সেনা ও সৈনিক হিসেবে তাঁকে  কাজের সুযোগ করে দিয়েছে নৌবাহিনী(Indian Navy)।  এখন পুরুষ সঙ্গীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করি। 

নৌবাহিনী বর্তমানে ওইসব মহিলা অফিসারদের জন্য পৃথক কেবিন তৈরি শুরু করে দিয়েছে।  এক মহিলা অফিসার  করবী গগৈকে মস্কোয় ন্যাভাল অ্যাটাশে হিসেবে নিয়োগ করা হয়েছে।

.