রাজস্থান থেকে ধরা পড়ল ISI এজেন্ট

রাজস্থান থেকে ধরা পড়ল পাক গুপ্তচর সংস্থা ISI-এর এক এজেন্ট। রাজস্থানের জয়সলমীর থেকে ধরা হয়েছে তাকে। ধৃতের কাছ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। ধৃতের নাম হাজি খান। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর পুলিস সূত্রে।

Updated By: May 20, 2017, 08:16 PM IST
রাজস্থান থেকে ধরা পড়ল ISI এজেন্ট
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : রাজস্থান থেকে ধরা পড়ল পাক গুপ্তচর সংস্থা ISI-এর এক এজেন্ট। রাজস্থানের জয়সলমীর থেকে ধরা হয়েছে তাকে। ধৃতের কাছ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। ধৃতের নাম হাজি খান। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর পুলিস সূত্রে।

আরও পড়ুন- ছেলেধরা সন্দেহে ৬জনকে গণপিটুনি, মৃত্যু

তদন্তে নেমে পুলিস জানতে পেরেছে হাজি খান কুঞ্জারালি গ্রামে চাষের করত। বেশ কয়েকবার পাকিস্তানও গেছে সে। সন্দেহ করা হচ্ছে, প্রতিরক্ষা সংক্রান্ত বেশকিছু গোপন নথি জোগাড় করে সে পাক গোয়েন্দা সংস্থার হাতে তুলে দিত।

উল্লেখ্য, এর আগে ধরা পড়া দুই পাক চরকে জিজ্ঞাসাবাদ করে হাজি খানের বিষয়ে জানতে পেরেছে পুলিস।

.