আইসিস আতঙ্ক: উচ্চ পর্যায়ের বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের
ISIS এর হামলা সতর্কতা ঘিরে উদ্বেগ বাড়ছে দেশজুড়ে। যুব সম্প্রদায়ের একাংশের মধ্যে ISIS এর বাড়তে থাকা প্রভাব, দুশ্চিন্তার ভাঁজ আরও গভীর করেছে।
ব্যুরো: ISIS এর হামলা সতর্কতা ঘিরে উদ্বেগ বাড়ছে দেশজুড়ে। যুব সম্প্রদায়ের একাংশের মধ্যে ISIS এর বাড়তে থাকা প্রভাব, দুশ্চিন্তার ভাঁজ আরও গভীর করেছে।
এই পরিস্থিতিতে আজ উচ্চ পর্যায়ের বৈঠক হল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। দশটি রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও পুলিস প্রধানদের সঙ্গে আলোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব LC গয়াল। সংখ্যায় খুব অল্প হলেও, দেশের তরুণ সমাজের একটা অংশ যেভাবে IS জঙ্গিদের কার্যকলাপে প্রভাবিত হচ্ছে, সেনিয়ে উদ্বেগ উঠে আসে বৈঠকে। সম্প্রতি তেলেঙ্গানা থেকে সতেরোজন ও মহারাষ্ট্র থেকে চার জন যুবক সিরিয়া ও মধ্যপ্রাচ্যে যাওয়ার চেষ্টা করে। অভিযোগ, IS জঙ্গিদের আদর্শে অনুপ্রাণিত হয়েই বাইরে যাওয়ার চেষ্টা করে তারা। এমন যুবকদের সন্ত্রাসবাদী আদর্শের ঘূর্ণি থেকে কীভাবে বের করে আনা যায়, তা নিয়ে আজকের বৈঠকে বিশদে আলোচনা হয়।