চাঁদে ‘ইগলু’ বানাচ্ছে ইসরো

ইসরোর স্যাটেলাইট সেন্টারের ডিরেক্টর এম আন্নাদুরাই টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, ‘চাঁদকে আউটপোস্ট হিসেবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে

Updated By: Feb 26, 2018, 06:35 PM IST
চাঁদে ‘ইগলু’ বানাচ্ছে ইসরো

নিজস্ব প্রতিবেদন: চাঁদে ‘ইগলু’ তৈরি করছে ইসরো। আগামী কয়েক বছরে এটাই হবে ভারতের সবচেয়ে বড় বৈজ্ঞানিক প্রকল্প। কেন এই প্রকল্প? জানা ‌যাচ্ছে চাঁদে ঘাঁটি গাড়তে চায় ভারত। সেই লক্ষ্যেই তৈরি হচ্ছে এই ‘ইগলু’।

চাঁদের মাটিতে রোবট ও থ্রি ডি প্রিন্টার পাঠিয়ে সেখানকার মাটি ও অন্যান্য উপকরণ দিয়ে তৈরি হবে এই ইগলু। ইতিমধ্যেই ইগলুর পাঁচটি নকশা তৈরি করে ফেলেছেন ইসরোর বিজ্ঞানীরা। এখনই চাঁদে অভি‌যানের কোনও পরিকল্পনা না থাকলেও প্র‌যুক্তিগত কাজকর্ম অনেকটাই সেরে ফেলা হচ্ছে।

আরও পড়ুন-শ্রীদেবী-কে দুবাইতে রেখে কেন মুম্বই ফেরেন বনি কাপুর?

ইসরোর স্যাটেলাইট সেন্টারের ডিরেক্টর এম আন্নাদুরাই টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, ‘চাঁদকে আউটপোস্ট হিসেবে ব্যবাহার করার চেষ্টা হচ্ছে। মহকাশে বিভিন্ন অভি‌যানের ক্ষেত্রে ওই আউটপোস্ট ব্যবহার করা হবে। মার্কিন ‌যুক্তরাষ্ট্রের মতো দেশও চাঁদের মাটিকে স্থায়ী স্টেশন তৈরির লক্ষ্যে কাজ করছে।’

.