দিল্লির পরিবহনমন্ত্রী কৈলাস গেহলটের বাড়িতে আয়কর দফতরে হানা

বুধবার আয়কর দফতরের ৩০ জনের আধিকারিকের একটি দল কয়েক ভাগে বিভক্ত হয়ে ১৬ টি জায়গায় তল্লাশি চালায়।

Updated By: Oct 10, 2018, 12:19 PM IST
দিল্লির পরিবহনমন্ত্রী কৈলাস গেহলটের বাড়িতে আয়কর দফতরে হানা

নিজস্ব প্রতিবেদন:   করফাঁকির অভিযোগ তাঁর বিরুদ্ধে। দিল্লির পরিবহণমন্ত্রী কৈলাস গেহলটের  বাড়িতে হানা দিল আয়কর দফতর।  মন্ত্রীর  দিল্লির বাড়ি ছাড়াও ১৬ টি জায়গায় তল্লাশি চালিয়েছেন আধিকারিকরা।

আরও পড়ুন: রায়বেরিলিতে নিউ ফরাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন সহ ৫টি বগি লাইনচ্যুত, এক শিশু সহ মৃত ৬, আহত বহু

 বুধবার আয়কর দফতরের ৩০ জনের আধিকারিকের একটি দল কয়েক ভাগে বিভক্ত হয়ে ১৬ টি জায়গায় তল্লাশি চালায়।  মূলত পরিবহণমন্ত্রীর সঙ্গে যুক্ত  দিল্লি ও গুরুগ্রামের জায়গাগুলিতে তল্লাশি চলেছে। সূত্রের খবর, আয়কর দফতরের আধিকারিকরা  ব্রিস্ক ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড  ডেভলপারস লিমিটেড  এবং কর্পোরেট ইন্টারন্যাশনাল ফিনানশিয়াল সার্ভিসেস লিমিটেড-এর অফিসে তল্লাশি চালিয়েছেন।

 

আরও পড়ুন: নামতে নামতে জাঙিয়া পর্যন্ত নেমে গেছে জঙ্গিরা, বললেন রাজনাথ

আম আদমি পার্টির নেতা কৈলাস গেহলেটের এই দুই কোম্পানির বিরুদ্ধে করফাঁকির অভিযোগ উঠেছে।  প্রসঙ্গত, গেহলেট নজফগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক।

 

.