ডেলিভারি বয় মুসলিম; তাই অর্ডার বাতিল করলেন গ্রাহক, পাল্টা জবাব দিল জোমাটোও

নিজস্ব প্রতিবেদন:  জোমাটোয় দেওয়া খাবারের অর্ডার বাতিল করে দিলেন জব্বলপুরের অমিত শুক্ল। কারণ ডেলিভারি বয় মুসলিম। টুইটারে তা লিখলেনও ফলাও করে।

আরও পড়ুন-অ্যাপে ধরা পড়ল ‘সিকিউরিটি বাগ’! হ্যাকিং-এর আতঙ্ক Truecaller-এ!

অমিত শুক্ল লেখেন, জোমাটোয় দেওয়া খাবারের অর্ডার বাতিল করে দিলাম। ওরা একজন অ-হিন্দু রাইডারকে পাঠাচ্ছিল। শুধু তাই নয়, ওরা রাইডার বদল করবে না বলে জানিয়েছে। পাশাপাশি, অর্ডার বাতিলের জন্য কোনও টাকা ফেরত দেবে না বলে জানিয়েছে জোমাটো।

জোমাটোর কাস্টমার কেয়ারের সঙ্গে কথাবার্তা উল্লেখ করেছেন অমিত। কাস্টমার কেয়ার থেকে বলা হয়, ফৈয়াজ আপনার অর্ডার নিয়ে বেরিয়েছে। ওকে যেকোনও সময় ফোন করতে পারেন। অমিতের জবাব, এখানেই আমার আপত্তি। আপনারা কি রাইডার বদল করতে পারেন? জোমাটোর তরফে বলা হয়, খাবারের কোনও ধর্ম হয় না।

আরও পড়ুন-জাতীয় মেডিক্যাল কমিশন বিলের প্রতিবাদে আজ দেশজুড়ে চিকিত্সকদের ধর্মঘট

এদিকে, ওই বাদানুবাদের পর এনিয়ে কোম্পানির অভিমত জানিয়েছেন জোমাটোর প্রধান দিপিন্দার গোয়েল। টুইটারে তিনি লেখেন, ভারতের গ্রাহকদের বৈচিত্র নিয়ে আমরা গর্বিত। আমাদের মূল্যবোধে আঘাত করে এমন ব্যবসা হারাতে হলেও আমাদের কোনও দুঃখ নেই।

English Title: 
Jabbalpur man cancels Zomato order for the rider being non-Hindu
News Source: 
Home Title: 

ডেলিভারি বয় মুসলিম; তাই অর্ডার বাতিল করলেন গ্রাহক, পাল্টা জবাব দিল জোমাটোও

ডেলিভারি বয় মুসলিম; তাই অর্ডার বাতিল করলেন গ্রাহক, পাল্টা জবাব দিল জোমাটোও
Yes
Is Blog?: 
No
Section: