দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় পাঁচে যাদবপুর, সেরার মুকুট IISc ব্যাঙ্গালোরের মাথায়

দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের শিরোপা উঠল বেঙ্গালুরুর 'দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স'-এর মাথায়। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের প্রকাশ করা 'India Rankings 2017' তালিকা অনুসারে এই স্বীকৃতি পেল বিশ্ববিদ্যালয়টি। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে ঠাঁই হয়েছে যথাক্রমে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ও বেনারস হিন্দু ইউনিভার্সিটির (বিএইচইউ)। আর কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় দখল করেছে পঞ্চম স্থান।

Updated By: Apr 3, 2017, 05:38 PM IST
দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় পাঁচে যাদবপুর, সেরার মুকুট IISc ব্যাঙ্গালোরের মাথায়

ওয়েব ডেস্ক: দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় পাঁচ নম্বরে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই তালিকায় যাদবপুরের উপরে থাকা বাকি চারটি বিশ্ববিদ্যালয়ই কেন্দ্রের অধীন। সেই দিক থেকে দেখতে গেলে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির বিচারে প্রথম স্থানে যাদবপুর। দেশের মধ্যে সেরার শিরোপা উঠল বেঙ্গালুরুর 'দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স'-এর মাথায়। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের প্রকাশ করা 'India Rankings 2017' তালিকা অনুসারে এই স্বীকৃতি পেল বিশ্ববিদ্যালয়টি। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে ঠাঁই হয়েছে যথাক্রমে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ও বেনারস হিন্দু ইউনিভার্সিটির (বিএইচইউ)।

বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এই কেন্দ্রীয় তালিকায় উঠে এসেছে দেশের কলেজগুলির ক্রম মানও। কলেজগুলির মধ্যে দিল্লির মিরান্ডা হাউস রয়েছে প্রথম স্থানে। তার পরেই স্থান পেয়েছে চেন্নাইয়ের লয়োলা কলেজ। ম্যাড্রাসের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি রয়েছে দেশের ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে সবার উপরে। ম্যানেজমেন্ট শিক্ষাকেন্দ্র হিসাবে সবার শীর্ষে আইআইএম আমেদাবাদ। দেখেনিন সম্পূর্ণ তালিকাটি-

২০১৭ সালে দেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয়

1)Indian Institute of Science, Bengaluru

2)Jawaharlal Nehru University, Delhi

3)Banaras Hindu University

4)Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research, Delhi

5)Jadavpur University, West Bengal

6)Anna University, Chennai

7) University of Hyderabad, Telangana

8)Univesity of Delhi, Delhi

9)Amrita Vishwa Vidyapeetham, Coimbatore

10)Savitribai Phule Pune University, Pune

২০১৭ সালে দেশের সেরা ১০ কলেজ

1)Miranda House, Delhi

2)Loyola College, Chennai

3)Shri Ram College of Commerce, Delhi

4)Bishop Heber College, Tiruchirappalli

5)Atma Ram Sanatan Dharma College, Delhi

6)St. Xavier's College, Kolkata

7)Lady Shri Ram College for Women, Delhi

8) Dayal Singh College, Delhi

9)Deen Dayal Upadhyaya College, Delhi

10)Women's Christian College, Chennai

 

(আরও পড়ুন- শ্রীনগর বিমানবন্দরে হ্যান্ড গ্রেনেড সহ ধৃত সেনা জওয়ান)

.