জয়ার জেল: খেলেন বন্দিদের খাবার, আজ বৈঠকে AIDMK
গারদের পিছনে প্রথম রাত। হাই প্রফাইল বন্দি! জে জয়ললিতা। শনিবারের রাতটা কাটল বেঙ্গালুরুর জেলে। এদিনই হিসাব বহির্ভুত সম্পত্তি রাখার অভিযোগে চার বছরের হাজতবাসের সাজা ঘোষণা করেছে বেঙ্গালুরুর বিশেষ আদালত।
বেঙ্গালুরু: গারদের পিছনে প্রথম রাত। হাই প্রফাইল বন্দি! জে জয়ললিতা। শনিবারের রাতটা কাটল বেঙ্গালুরুর জেলে। এদিনই হিসাব বহির্ভুত সম্পত্তি রাখার অভিযোগে চার বছরের হাজতবাসের সাজা ঘোষণা করেছে বেঙ্গালুরুর বিশেষ আদালত।
রাতার খাবার খেতে একটু দেরি হয়ে যায় মুখ্যমন্ত্রীর। মেনুতে ছিল জেলের খাবার। গত রাতে মুখ্যমন্ত্রী কী কী খেলেন? ছিল ডাল, ভাত, সম্বর সঙ্গে ছিল দই ভাত। ছিল চাটনিও। আদালতের রায়ের পরই তামিলনাডু বিধানসভার সদস্য পদ খুইয়েছেন জয়ললিতা। মুখ্যমন্ত্রীর পদ থেকেও পদত্যাগ করতে হবে তাঁকে।
রবিবার চেন্নাইয়ে বসছে AIDMK-র গুরুত্বপূর্ণ বৈঠক। তাতেই সিদ্ধান্ত হবে তামিলনাডুর মুখ্যমন্ত্রীর আসনে কে বসবেন। বৈঠকে দলের সমস্ত বিধায়ককে উপস্থিত থাকতে বলা হয়েছে।