নোট ভোগান্তি নিয়ে বামেদের বনধ ডাকা নিয়ে কী বলছে কংগ্রেস জানুন
নোট ইস্যুতে আরও চওড়া হল বিরোধীদের ফাটল।বামেদের ডাকা কালকের বনধে সায় নেই কংগ্রেসের। কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়ে দিলেন, নোট ভোগান্তি নিয়ে বনধ ডাকার বিরোধী কংগ্রেস।
ওয়েব ডেস্ক: নোট ইস্যুতে আরও চওড়া হল বিরোধীদের ফাটল।বামেদের ডাকা কালকের বনধে সায় নেই কংগ্রেসের। কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়ে দিলেন, নোট ভোগান্তি নিয়ে বনধ ডাকার বিরোধী কংগ্রেস।
আরও পড়ুন অশ্বিন-জাদেজার ব্যাটিংয়েই উঠে দাঁড়ালো ভারত
তৃণমূলের পাশাপাশি কাল পথে বামেরাও। নোট ভোগান্তির প্রতিবাদে আগামিকাল রাজ্যজুড়ে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে ১৭টি বাম দল। পাশাপাশি, বনধের সমর্থনে রাস্তায় নামছেন বাম নেতৃত্ব। মূল মিছিল হবে সকাল সাড়ে দশটায়। ধর্মতলা থেকে মৌলালি পর্যন্ত মিছিলে পা মেলাবেন সূর্যকান্ত মিশ্র-বিমান বসুরা। এর পাশাপাশি, শ্যামবাজার, এন্টালি, যাদবপুর এইট বি, তারাতলা থেকে মিছিলে বের হবে।
আরও পড়ুন বামেদের ধর্মঘট, পাশে নেই কংগ্রেস, তৃণমূল, ফাটল JDU-এর নিজের ঘরেও