মধ্যরাত থেকেই বন্ধ হচ্ছে জেটের উড়ান, আশু সমাধানে আগামিকাল বৈঠক পাইলট-ইঞ্জিনিয়ারদের

উল্লেখ্য, গত ৩ মাস ধরে বেতন বকেয়া থাকায় আগামিকাল বৈঠক করবে ১১০০ পাইলট এবং ইঞ্জিনিয়ার। করণ চোপরা বলেন, কর্মীদের আন্তরিক প্রচেষ্টায় অনেক দিন ধরেই সামাল দেওয়ার চেষ্টা হয়েছে জেট সংস্থাকে

Updated By: Apr 14, 2019, 11:55 PM IST
মধ্যরাত থেকেই বন্ধ হচ্ছে জেটের উড়ান, আশু সমাধানে আগামিকাল বৈঠক পাইলট-ইঞ্জিনিয়ারদের
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: মধ্য রাত থেকেই সম্পূর্ণভাবে বন্ধ হতে চলেছে জেট এয়ারওয়েজের উড়ান। ন্যাশনাল অ্যাভিয়েটরস গিল্ডের হেড ক্যাপ্টেন করণ চোপরা জানান, আগামিকাল বৈঠক হবে, তবে আজ মধ্যরাত থেকেই উড়ান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  দেউলিয়ার জেরে গত সপ্তাহে কার্যত সমস্ত আন্তর্জাতিক উড়ান বন্ধ রাখে জেট এয়ারওয়েজ।

উল্লেখ্য, গত ৩ মাস ধরে বেতন বকেয়া থাকায় আগামিকাল বৈঠক করবে ১১০০ পাইলট এবং ইঞ্জিনিয়ার। করণ চোপরা বলেন, কর্মীদের আন্তরিক প্রচেষ্টায় অনেক দিন ধরেই সামাল দেওয়ার চেষ্টা হয়েছে জেট সংস্থাকে। এই মুহূর্তে ১১৯টি উড়ানের মধ্যে ১১টি উড়ান উড়ছিল আকাশে। এ দিনের সিদ্ধান্তে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে সংস্থার উড়ান চলাচল।

আরও পড়ুন- ‘হামারে পাস মোদী হ্যায়’, বিরোধীদের বিঁধতে রাম মাধবের মুখে দিওয়ারের সংলাপ

জেট চালু রাখতে ১৫০০ কোটি টাকা দেওয়ার কথা স্টেট ব্যাঙ্কের কনসোর্টিয়াম। এখনও পর্যন্ত ইতিবাচক পদক্ষেপ দেখা যায়নি বলে দাবি কর্মীদের। ইঞ্জিনিয়ার ও পাইলটদেরও ৩ মাসের বেতন বাকি।  শেষ রাশটাও এবার আলগা করলেন তাঁরা। প্রধানমন্ত্রী দফতরের হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছেন ন্যাশনাল অ্যাভিয়েটরস গিল্ড কর্তৃপক্ষ।  

.