Rana Ayyub: বাজেয়াপ্ত ১.৭৭ কোটি টাকা, তহবিল তছরুপে অভিযুক্ত সাংবাদিক

আইয়ুব এই অভিযোগের বিষয়ে কোনও মন্তব্য করেননি

Updated By: Feb 11, 2022, 12:54 PM IST
Rana Ayyub: বাজেয়াপ্ত ১.৭৭ কোটি টাকা, তহবিল তছরুপে অভিযুক্ত সাংবাদিক
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: সাংবাদিক রানা আয়ুবের ১.৭৭ কোটি টাকা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) বাজেয়াপ্ত করেছে। আয়ুবকে অর্থ পাচার এবং জনহিতকর ব্যবহারের জন্য সংগৃহীত তহবিলের প্রতারণার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

সংস্থার সূত্র মারফত জানা গেছে যে তারা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (পিএমএলএ) অধীনে তার এবং তার পরিবারের নামে থাকা একটি স্থায়ী আমানত এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্ত করার জন্য একটি অস্থায়ী আদেশ জারি করেছে। 

আইয়ুব এই অভিযোগের বিষয়ে কোনও মন্তব্য করেননি।

"হিন্দু আইটি সেল" নামে একটি এনজিওর প্রতিষ্ঠাতা এবং গাজিয়াবাদের ইন্দিরাপুরমের বাসিন্দা বিকাশ সাংকৃত্যায়নের দায়ের করা FIR-এর ভিত্তিতে মামলা দায়ের করে গাজিয়াবাদ পুলিস। 

সংস্থার তরফে দাবি করা হয়েছে যে ২০২০ থেকে ২০২১ সালের মধ্যে দান করার উদ্দেশ্যে Ketto নামক একটি অনলাইন ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মের মাধ্যমে ২.৬৯ কোটিরও বেশি টাকা সংগ্রহ করেছেন তিনি।

আইয়ুব জানান যে "কেটোর মাধ্যমে প্রাপ্ত সম্পূর্ণ অনুদানের জন্য হিসাব রয়েছে এবং একটি পয়সারও অপব্যবহার করা হয়নি"।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নোটে বলা হয়েছে, "কেটোতে রানা আইয়ুব মোট ২,৬৯,৪৪,৬৮০ টাকার তহবিল সংগ্রহ করেন। এই তহবিলগুলি তার বোন এবং বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্র করা হয়।" সংস্থা আরও জানায় যে পরবর্তীকালে এই সম্পূর্ণ অর্থ আয়ুবের নিজের আকাউন্টে সরিয়ে নেওয়া হয়। 

আয়ুব প্রায় ৩১ লক্ষ টাকা খরচের নথি জমা দিয়েছিলেন ED-র কাছে। তবে, দাবি করা খরচ যাচাই করার পরে, সংস্থা জানিয়েছে যে প্রকৃত খরচ হয়েছে শুধুমাত্র ১৭.৬৬ লক্ষ টাকা।

আরও পড়ুন: ভাড়া বাকি Sonia Gandhi-র, সাহায্যের হাত বাড়াল BJP!

ত্রাণ কাজে ব্যয় দেখানোর জন্য রানা আইয়ুব কিছু সংস্থার নামে জাল বিল তৈরি করেছিলেন বলে জানা গেছে। বিমানে ব্যক্তিগত ভ্রমণের জন্য করা খরচ ত্রাণ কাজের ব্যয় হিসাবে দেখানো হয়েছে, অভিযোগ করা হয়েছে।

সংস্থা জানিয়েছে যে তাদের তদন্তে জানা গেছে যে দানের নামে তহবিল সম্পূর্ণ পূর্ব পরিকল্পিতভাবে এবং নিয়ম মেনে সংগ্রহ করা হয়েছিল যদিয় যে কারনে এই টাকা সংগ্রহ করা হয় সেই কারনে তা ব্যয় করা হয়নি।

আয়ুব, জানিয়েছেন যে অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া টাকার থেকে ৫০লক্ষের একটি স্থায়ী আমানত তৈরি করা হয়েছে এবং পরবর্তীতে ত্রাণ কাজের জন্য এইগুলি "ব্যবহার করা হয়নি"।

সংস্থাটি আরও খুঁজে পেয়েছে যে আয়ুব "প্রধানমন্ত্রী কেয়ার ফান্ড এবং সিএম ত্রাণ তহবিলে মোট ৭৪.৫০ লক্ষ টাকা জমা করেছেন।"

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.