চাই একটামাত্র ইশারা, ২৪ ঘণ্টায় উত্খাত হবে কমলনাথ সরকার, বোমা ফাটালেন মধ্যপ্রদেশের বিরোধী দলনেতা
ভার্গবের মন্তব্য নিয়ে মুখ্যমন্ত্রী কমলনাথ বলেন, সরকার ভেঙে পড়বে না কারণ ওর দলের নম্বর ওয়ান ও নম্বর টু বিচক্ষণ মানুষ
নিজস্ব প্রতিবেদন: কর্ণাটকে জোট সরকার পড়ে যাওয়ার পর এবার মধ্য প্রদেশ নিয়ে বোমা ফাটালেন রাজ্যের বিরোধী দলনেতা গোপাল ভার্গব। বুধবার তিনি বলেন, কমলনাথ সরকার ২৪ ঘণ্টার মধ্যে পড়ে যেতে পারে যদি দলের নম্বর ওয়ান কিংবা নম্বর টু একবার মাত্র ইঙ্গিত দেন।
আরও পড়ুন-টানা ৪ দিন বন্ধ থাকবে শিয়ালদহ ফ্লাইওভার
কমলনাথ সরকারের ক্ষমতায় থাকা নিয়ে সম্প্রতি কড়া মন্তব্য করেছিলেন ভার্গব। তিনি বলেন, কমলনাথ সরকার ৭ মাস সরকারে ঠিকে রয়েছে। এটাই যথেষ্ট।
Madhya Pradesh Chief Minister Kamal Nath in Assembly: Aapke oopar wale number 1 aur 2 samajhdar hain, isliye aadesh nahi de rahe hain. Aap chahen to avishwas prastaav (no confidence motion) le aayen. https://t.co/ctUakKRZx1
— ANI (@ANI) July 24, 2019
ভার্গবের মন্তব্য নিয়ে মুখ্যমন্ত্রী কমলনাথ বলেন, সরকার ভেঙে পড়বে না কারণ ওর দলের নম্বর ওয়ান ও নম্বর টু বিচক্ষণ মানুষ। ভার্গবের প্রকাশ্যে বলা উচিত ওর দলের নম্বর ওয়ান বা টু কারা। মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়করা বিক্রি হয়ে যাবেন না। বিজেপি চাইলে আস্থা ভোট হোক।
আরও পড়ুন-খিদে পেলেই খেতেন সোনার গয়না, কয়েন! পেট কেটে বের করতে হল রামপুরহাটের চিকিত্সককে
কয়েক সপ্তাহ আগেই সরকার ভাঙা নিযে বিজেপিকে বিঁধেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং। তিনি বলেন, নোটবন্দির সময় বিজেপি এত টাকা কামিয়েছে যে এখন বিধায়ক কিনছে তারা। কিন্তু মধ্যপ্রদেশে কংগ্রেস নিশ্চিন্ত। কমলনাথের সঙ্গে রয়েছেন ১২১ বিধায়ক।