করাচি একদিন ভারতের অংশ হবে: দেবেন্দ্র ফড়নবিশ
একটি মিষ্টির দোকানের নাম ঘিরে শুরু হওয়া বিতর্কের সূত্রেই এ ধরনের কথাবার্তা শোনা গিয়েছে
নিজস্ব প্রতিবেদন: 'একদিন চিনে নেবে তারে' বিখ্যাত এই রবীন্দ্রগান নিয়ে একটা রসিকতা চালু আছে। পঙক্তির ওই 'চিনে' শব্দটিকে অন্যার্থে দেশ চিন প্রতিপন্ন করে রসিকজনেরা বলেন, ওটা আসলে চিনের আগ্রাসী মনোভাবের কথা ভেবে বাঁধা গান।
তবে এ বার যদি পাকিস্তানেও 'একদিন ভারতে নেবে তারে' বলে কোনও গান রচিত হয়, সম্ভবত দোষ দেওয়া যাবে না সেই সৃষ্টির। কেননা, সেই রাস্তা খুলে দিয়েছে ভারতই।
করাচি একদিন ভারতের অংশ হবে দাবি বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশের। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই মন্তব্য সমর্থন করেছেন এনসিপি নেতা নবাব মালিক৷ তিনি জানান, বিজেপি যদি ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে মিলিয়ে দেওয়ার উদ্যোগ নেয় তা হলে তা স্বাগত জানাবে তারা৷
না, কোনও অখণ্ড ভারতীয়ত্ব অনুভবের জন্য নয় এ ঘোষণা। একটি মিষ্টির দোকানের নাম ঘিরে শুরু হওয়া বিতর্কের সূত্রেই এ ধরনের কথাবার্তা শোনা গিয়েছে দুই নেতার মুখে। গত সপ্তাহেই নীতিন নন্দগাওকর নামে এক শিবসেনা নেতার একটি ভিডিও ভাইরাল হয়৷ সেখানে দেখা যায়, 'করাচি সুইটস'-এর নাম বদলে দেওয়ার জন্য তিনি দোকান মালিককে হুমকি দিচ্ছেন৷ তাঁর দাবি, দোকানের নাম থেকে 'করাচি' শব্দটি বাদ দিতে হবে৷
যদিও শিবসেনার তরফে বিধায়কের এই কীর্তি সমর্থন করা হয়নি৷ শিবসেনা জানিয়ে দেয়, নাম বদলের যে দাবি বিধায়ক করেছেন, তা দল সমর্থন করে না৷ তবে সেই ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়েই করাচিকে একদিন ভারতের অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছেন ফড়নবিশ৷
আরও পড়ুন: মধ্যপ্রদেশে হয়ে গেল গরুদের মন্ত্রিসভার প্রথম বৈঠক!