পাক প্রধানমন্ত্রীর আশ্বাসে ছাই, ১১দিন ধরে গুলি চলছে সীমান্তে

পাকিস্তানের মাটিতে ভারত বিরোধী কার্যকলাপ হতে দেবেন না। নিউ ইয়র্কে মনমোহন সিংকে আশ্বাস দিয়েছেন নওয়াজ শরিফ। তারপরেও নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষের বিরাম নেই। অনুপ্রবেশের আরেকটি চেষ্টা আজ ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনা। সংঘর্ষে মৃত্যু হয়েছে তিন জঙ্গির। অন্যদিকে কেরন সেক্টরে সেনাজঙ্গি সংঘর্ষ ১১ দিনে পড়েছে। যদিও পরিস্থিতি কার্গিলের মতো নয় বলে আশ্বাস সেনাপ্রধানের।

Updated By: Oct 4, 2013, 07:10 PM IST

পাকিস্তানের মাটিতে ভারত বিরোধী কার্যকলাপ হতে দেবেন না। নিউ ইয়র্কে মনমোহন সিংকে আশ্বাস দিয়েছেন নওয়াজ শরিফ। তারপরেও নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষের বিরাম নেই। অনুপ্রবেশের আরেকটি চেষ্টা আজ ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনা। সংঘর্ষে মৃত্যু হয়েছে তিন জঙ্গির। অন্যদিকে কেরন সেক্টরে সেনাজঙ্গি সংঘর্ষ ১১ দিনে পড়েছে। যদিও পরিস্থিতি কার্গিলের মতো নয় বলে আশ্বাস সেনাপ্রধানের।
৯৯-এর কার্গিলের পর ২০১৩-র কেরন সেক্টর। এটাই ছিল সীমাপারের শত্রুদের পরিকল্পনা। ২৪ সেপ্টেম্বর নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ঢুকে পড়ে ৪০ জন অনুপ্রবেশকারী। তারপর থেকে লাগাতার চলছে গুলির লড়াই। অনুপ্রবেশকারীরা পরিত্যক্ত গ্রামের দখল নিয়েছে বলে যে খবর ছড়িয়েছিল, শুক্রবার তাকে নস্যাত করেছেন সেনাপ্রধান। কেরন সেক্টরের পরিস্থিতি কার্গিলের মতো নয় বলেই দাবি তাঁর।
অনুপ্রবেশকারীদের সঙ্গে, পাক সেনার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডোরাও আছে। প্রতিরোধের ধরন দেখে এমনই অনুমান ভারতীয় সেনার। অর্থাত্ দীর্ঘদিনের মহড়ার পরেই নিয়ন্ত্রণরেখা পেরিয়েছে অনুপ্রবেশকারীরা। এ জন্য ভারতের গোয়েন্দা ব্যর্থতাকেই দূষেছেন প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ভিকে সিং।
কেরন সেক্টরে সংঘর্ষের মাঝেই, গত ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কে নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন মনমোহন সিং। তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক তৈরির কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিস্থিতি আর নেই। সামরিক বিশেষজ্ঞদের আশঙ্কাকে সত্যি করেই শুক্রবার কেরন সেক্টরে ফের একবার অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। সেই চেষ্টা ব্যর্থ করেছে ভারতীয় সেনা।

.