কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়, ঢোঁক গিলে বললেন রাহুল

অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহারের পর কাশ্মীর নিয়ে সরকারের সঙ্গে মতবিরোধ দেখিয়েছ প্রধান বিরোধী দল। টুইটে সে ক্ষোভও একাধিকবার উগড়ে দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী

Updated By: Aug 28, 2019, 12:33 PM IST
কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়, ঢোঁক গিলে বললেন রাহুল
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: কাশ্মীর সমস্যা ভারতের অভ্যন্তরীণ বিষয়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে গোল বাধানোর চেষ্টা করছে পাকিস্তান। কার্যত হুঁশিয়ারির সুরেই ইমরানের সরকারের সমালোচনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পাশাপাশি, তাঁর অবস্থানও স্পষ্ট করে দিলেন। কাশ্মীর নিয়ে তৃতীয় পক্ষের দেশের ‘নাক গলানোর’ কোনও জায়গা নেই। রাহুলের এহেন মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ, এত সুপষ্টভাবে কখনওই রাহুল গান্ধীকে পাকিস্তানকে তুলোধনা করতে দেখা যায়নি। উলটে বিজেপি কাছ থেকে কটাক্ষ শুনতে হয়, পাকিস্তানের সুরেই কথা বলছেন রাহুল গান্ধী!

অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহারের পর কাশ্মীর নিয়ে সরকারের সঙ্গে মতবিরোধ দেখিয়েছে প্রধান বিরোধী দল। টুইটে সে ক্ষোভও একাধিকবার উগড়ে দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। জম্মু-কাশ্মীরে গিয়েও ফিরে আসতে হয়েছে তাঁকে। উপত্যকায় শান্তি ব্যাঘাত ঘটতে পারে এই আশঙ্কায় রাহুল গান্ধীকে শ্রীনগর বিমানবন্দর থেকে ফেরত্ পাঠানো হয়। রাহুলের অভিযোগ ছিল, কাশ্মীরে হিংসার ঘটনা ঘটছে। সরকার তা প্রকাশ্যে নিয়ে আসছে না। তবে, আজ কাশ্মীরের এই হিংসার পিছনে পাকিস্তানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রাহুল গান্ধী। তাঁর কথায়, “পাক মদতেই কাশ্মীরে হিংসা ছড়াচ্ছে।” তিনি মনে করিয়ে দেন, গোটা বিশ্বে পাকিস্তানকে সন্ত্রাসের আঁতুড়ঘর বলা হয়।

আরও পড়ুন- ইয়েচুরিকে তারিগামির সঙ্গে সাক্ষাতের অনুমতি, অক্টোবরে ৩৭০ মামলা শুনবে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ

প্রাক্তন কংগ্রেস সভাপতির এ হেন টুইটে যারপরনাই খুশি কংগ্রেস নেতা শশী থারুর। কাশ্মীর নিয়ে তাঁর বেশ কিছু মন্তব্য অস্বস্তিতে ফেলে কংগ্রেসকে। কিন্তু রাহুল গান্ধীর এমন টুইট দেখে তিনি বুঝিয়ে দিলেন এতদিন হয়ত সেই কথাই বলার চেষ্ট করছেন। শশী থারুর বলেন, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। পাকিস্তানকে এর জন্য সুবিধাজনক জায়গা করে দেওয়া উচিত হবে না। তবে, শশী থারুর এ-ও বলেন, যে পদ্ধতিতে অনুচ্ছেদ ৩৭০ বাতিল করা হয়েছে তা অগণতান্ত্রিক।

.