জেড প্লাস নিরাপত্তা ফেরালেন কেজরিওয়াল, পাখির চোখ লোকসভা

ফের নিরাপত্তার প্রস্তাব ফেরালেন অরবিন্দ কেজরিওয়াল। আপের দফতরে হামলার পরই কেজরিওয়ালকে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিয়েছিল উত্তর প্রদেশ সরকার। কিন্তু সেই নিরাপত্তার কোনও প্রয়োজন নেই বলে আজ ফের জানিয়ে দেন কেজরিওয়াল। দিল্লিতে ক্ষমতায় এসে কোনও নিরাপত্তা নিচ্ছেন না কেজরিওয়াল সহ আপের মন্ত্রীরা। এরমাঝেই গত বুধবার কৌসাম্বিতে আপের সদর দফতরে হামলা চালায় হিন্দু রক্ষা দল বলে একটি সংগঠন। কিন্তু সেই আক্রমণের পরও নিরাপত্তা না নেওয়ার প্রশ্নে অনড় থাকলেন কেজরিওয়াল।

Updated By: Jan 10, 2014, 05:06 PM IST

ফের নিরাপত্তার প্রস্তাব ফেরালেন অরবিন্দ কেজরিওয়াল। আপের দফতরে হামলার পরই কেজরিওয়ালকে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিয়েছিল উত্তর প্রদেশ সরকার। কিন্তু সেই নিরাপত্তার কোনও প্রয়োজন নেই বলে আজ ফের জানিয়ে দেন কেজরিওয়াল। দিল্লিতে ক্ষমতায় এসে কোনও নিরাপত্তা নিচ্ছেন না কেজরিওয়াল সহ আপের মন্ত্রীরা। এরমাঝেই গত বুধবার কৌসাম্বিতে আপের সদর দফতরে হামলা চালায় হিন্দু রক্ষা দল বলে একটি সংগঠন। কিন্তু সেই আক্রমণের পরও নিরাপত্তা না নেওয়ার প্রশ্নে অনড় থাকলেন কেজরিওয়াল।

লোকসভা ভোটকে পাখির চোখ করে দেশজুড়ে সদস্য সংগ্রহ অভিযানে নেমেছে আম আদমি পার্টি। কর্মসূচির নাম ম্যায় ভি আম আদমি। আজ থেকেই শুরু হল সেই কর্মসূচি। চলবে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত। আজ দিল্লিতে সদস্য সংগ্রহ অভিযান শুরুর ঘোষণা করেন অরবিন্দ কেজরিওয়াল। টেলিফোন, এসএমএস এবং ইন্টারনেটের মাধ্যমেও সদস্য হওয়া যাবে বলে আপের তরফে জানানো হয়েছে।

.