সোশ্যাল মিডিয়ায় অপরাধমূলক পোস্ট করলেই ৫ বছর জেল, অধ্যাদেশে অনুমোদন কেরল রাজ্যপালের
এই অধ্যাদেশ নিয়ে বিরোধীদের দাবি, এর ফলে পুলিসের ক্ষমতা বাড়বে ও সাধারণ মানুষের বাকস্বাধীনতার পরিধি কমবে
নিজস্ব প্রতিবেদন: সোশ্যাল মিডিয়ায় অপরাধমূলক পোস্ট রুখতে এবার কড়া পদক্ষেপ নিল কেরলের পিনারাই বিজয়ন সরকার। কোনও কুত্সামূলক বা অন্যান্য অপরাধমূলক পোস্ট করার অভিযোগ প্রমাণ হলেই হতে পারে ৫ বছরের জেল ও ১০,০০০ টাকা জরিমানা। রাজ্য সরকারের এমন একটি অধ্যাদেশে সাক্ষর করলেন কেরলের রাজ্যপাল অরিফ মহম্মদ খান।
আরও পড়ুন-ভারতী ঘোষের নেতৃত্বে বিজেপির মিছিল আটকানোর অভিযোগ, রণক্ষেত্র পূর্ব মেদিনীপুরের ভগবানপুর
কেরলে প্রতিদিনই বাড়ছে সোশ্যাল মিডিয়াকে আশ্রয় করে কুত্সা, অপপ্রচার, উস্কানিমূলক প্রচার বাড়ছে দাবি করেছিল কেরলের ইউডিএফ সরকার। এসব রুখতে পুলিস আইনের সংস্কার করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।
রাজ্য সরকারের দাবি ছিল, সাইবার অপরাধের বিরুদ্ধে পুলিসের হাতে কোনও কড়া আইন না থাকায় সোশ্যাল মিডিয়ায় একাধিক অপরাধের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাচ্ছিল না।
আরও পড়ুন-কংসাবতী ভবনে ঢোকার আগে গাড়ি থেকে নামলেনও মুখ্যমন্ত্রী
এদিকে, এই অধ্যাদেশ নিয়ে বিরোধীদের দাবি, এর ফলে পুলিসের ক্ষমতা বাড়বে ও সাধারণ মানুষের বাকস্বাধীনতার পরিধি কমবে। কেরল বিজেপি প্রেসিডেন্ট কে সুরেন্দ্ররন সংবাদমাধ্যমে বলেন, ২০১৫ সালে কেন্দ্র যখন এই ধরনের কড়া আইন আনার চেষ্টা করেছিল তখন মুখ্যমন্ত্রী তার বিরোধিতা করেছিলেন। এখন তিনি সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এই ধরনের কড়া আইন এনে।