জানুন কেন পালন করা হয় শিবরাত্রি

শিবরাত্রি করেছেন নিশ্চয়ই? সারাদিন না খেয়ে থেকে তারপর মহাদেবের মাথায় জল ঢালার পরিকল্পনায় আছেন নিশ্চয়ই? তবে কতটা জানেন শিবরাত্রি সম্পর্কে? জেনে নিন শিবরাত্রি সম্পর্কিত এমন কিছু তথ্য, যা আপনার অজানা।

Updated By: Mar 7, 2016, 01:58 PM IST
 জানুন কেন পালন করা হয় শিবরাত্রি

ওয়েব ডেস্ক: শিবরাত্রি করেছেন নিশ্চয়ই? সারাদিন না খেয়ে থেকে তারপর মহাদেবের মাথায় জল ঢালার পরিকল্পনায় আছেন নিশ্চয়ই? তবে কতটা জানেন শিবরাত্রি সম্পর্কে? জেনে নিন শিবরাত্রি সম্পর্কিত এমন কিছু তথ্য, যা আপনার অজানা।

১) শিবরাত্রির দিনে শিব পার্বতীকে বিয়ে করেছিলেন।

২) প্রত্যেক বছর ফাল্গুনমাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে শিবরাত্রি উদযাপন করা হয়।

৩) বিশ্বাস করা হয়, শিবরাত্রির রাতই মহাদেবের প্রিয় রাত।

৪) শিবরাত্রির দিনেই মহাদেব তাণ্ডব নৃত্য করেছিলেন। আর তারপর থেকেই এই নৃত্য পৃথিবী বিখ্যাত হয়ে যায়।

৫) অবিবাহিত মেয়েদের জন্য এটাই সবচেয়ে পূণ্যের রাত। যাঁরা ভগবান শিবের মতো স্বামী চান, তাঁরা এই দিন ব্রত করেন।

৬) শিবরাত্রির দিনের এই ব্রত শুধু অবিবাহিত মেয়েরাই নন, বিবাহিত মেয়েরা এমনকি ছেলেরাও এই ব্রত করতে পারেন।

৭) শুধু মহাদেবের মতো স্বামী চেয়ে বরই নয়, সাফল্য এবং সমৃদ্ধি চেয়েও এই ব্রত করা যায়।

৮) শিবরাত্রির ব্রত করলে অশুভ শক্তি থেকে মুক্তি পাওয়া যায়।

৯) নিশীথ কলা বা যে সময়ে মহাদেব শিব লিঙ্গের রূপ ধারণ করেছিলেন, সেই সময়ই শিবরাত্রি ব্রত উদযাপনের উপযুক্ত সময়।

১০) সমুদ্র মন্থনে বিষ পাণ করেছিলেন মহাদেব। বিশ্বাস করা হয়, এই কারণেই সারারাত জেগে শিবরাত্রি ব্রত পালন করা হয়।

১১) শুধু ভারতেই নয়, সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে শিবরাত্রি পালন করা হয়।

১২) পূরাণে উল্লেখ করা রয়েছে যে ঠিক কোন কোন উপাদান ব্যবহার করা হয় শিবরাত্রিতে।

১৩) শিবরাত্রিতে ব্যবহৃত উপাদানগুলির প্রত্যেকটির আলাদা আলাদা উপকারীতা রয়েছে।

১৪) মহাশিবরাত্রির ব্রত করলে রজঃ গুণ এবং তমোঃ গুণগুলির সংযম শক্তি বাড়ে।

১৫) মহাদেবের ভক্তরা ভিন্ন ভিন্ন ভাবে শিব মন্ত্র 'ওম নমঃ শিবায়' স্তব করে থাকেন।

.