বাগানের পরিচর্যা করে লালুর দৈনিক রোজগার ৯৩ টাকা!
পশুখাদ্য কেলেঙ্কারীতে অভিযুক্ত লালু প্রসাদকে শনিবার ৩ বছর ৬ মাসের কারাদণ্ডের সাজা শুনিয়েছে রাঁচির আদালত। একইসঙ্গে ৫ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। জরিমানা অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের কারাবাস করতে হবে লালুকে।
নিজস্ব প্রতিবেদন : গত কয়েক দশকে রাজনীতির বাগানে অনের ফুলই তিনি ফুটিয়েছেন। তাঁর হাত ধরে রাজনীতির মঞ্চে উঠে এসেছে অনেকে নেতৃত্বই। রাজনীতির বাগানে ফুল ফোটানো সেই লালু প্রসাদ যাদবই এবার জেলের বাগানে ফুল ফোটানোর দায়িত্ব বেছে নিলেন। অনেক আগামী সাড়ে তিন বছর রাঁচির বীরসা মুণ্ডা সংশোধনাগারের বাগানে মালির কাজ করে উপার্জন করতে হবে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে। এই কাজের জন্য তাঁকে দৈনিক ৯৩ টাকা করে দেওয়া হবে। পশুখাদ্য কেলেঙ্কারীতে অভিযুক্ত লালু প্রসাদকে শনিবার ৩ বছর ৬ মাসের কারাদণ্ডের সাজা শুনিয়েছে রাঁচির আদালত। একইসঙ্গে ৫ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। জরিমানা অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের কারাবাস করতে হবে লালুকে। বর্তমানে তাঁকে পাঠানো হয়েছে বীরসা মুণ্ডা সংশোধনাগারে।
আরও পড়ুন- লালুপ্রসাদ যাদবকে সাড়ে ৩ বছরের কারাবাসের সাজা শোনাল আদালত
সংশোধনাগারে লালু বেছে নিয়েছেন মালির কাজ। প্রতিদিন সকালে ও বিকেলে নিজের পছন্দের এই কাজে ব্যস্ত থাকবেন আরজেডি প্রধান।
জেলে নিজের কাজ বেছে নেওয়ার পাশাপাশি টুইটারেও নিজেকে ব্যস্ত রাখছেন এই নেতা। যদিও নিজে হাতে তিনি টুইট করছেন না। তাঁর সঙ্গে আলোচনার পর লালু প্রসাদের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করছে তাঁর পরিবার। আদালতের রায় ও তাঁর সাজা নিয়ে বিজেপি, আরএসএস ও জেডিইউ-কে ইতিমধ্যেই কড়া ভাষায় আক্রমণ করেছেন লালু। টুইটারে তিনি লিখেছেন, বিজেপি 'কালা জাদু'তে বিশ্বাসী। আর তাই গোটা দেশের মানুষকে সেই পথেই নিয়ে যাচ্ছে তারা।