রামলীলা ময়দানে শেষ মুহূর্তের ব্যস্ততা, আগামী আন্না-মমতার সভা ঘিরে সেজে উঠছে ময়দান
দিল্লির রামলীলা ময়দানে এখন চূড়ান্ত ব্যস্ততা। বুধবার এখানেই যৌথ জনসভা করবেন আন্না হাজারে ও মমতা বন্দ্যোপাধ্যায়। সভা ঘিরে সেজে উঠছে গোটা ময়দান। দলীয় নেতারা প্রস্তুতির কাজ তদারকি করছেন। আন্না হাজারে মমতা ছাড়াও সভা মঞ্চে রাখা হবে মিঠুন চক্রবর্তীকে।
দিল্লির রামলীলা ময়দানে এখন চূড়ান্ত ব্যস্ততা। বুধবার এখানেই যৌথ জনসভা করবেন আন্না হাজারে ও মমতা বন্দ্যোপাধ্যায়। সভা ঘিরে সেজে উঠছে গোটা ময়দান। দলীয় নেতারা প্রস্তুতির কাজ তদারকি করছেন। আন্না হাজারে মমতা ছাড়াও সভা মঞ্চে রাখা হবে মিঠুন চক্রবর্তীকে।
আন্না হাজারের সঙ্গে দেশের সব জায়গায় প্রচারে যেতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। মিঠুন চক্রবর্তীই সেক্ষেত্রে হবেন দলের প্রচারের প্রধান মুখ। রামলীলা ময়দানের সমাবেশ সফল করতে চেষ্টার কসুর করছেন না তৃণমূল নেতারা। তাঁদের দাবি, বুধবারের সমাবেশে অন্তত এক লক্ষ মানুষের জমায়েত হবে রাজধানীতে।