কেন্দ্রীয় সরকারের বাজেট ঘাটতিতে কোপ কর্মী নিয়োগে
বাজেট ঘাটতি কমাতে এবার খরচ কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এক জেরে কোপ পড়ছে কর্মী নিয়োগে।
কেন্দ্রীয় সরকারে নতুন পদ সৃষ্টির ওপর জারি করা হল নিষেধাজ্ঞা। রাশ টানা হচ্ছে সরকারি আমলাদের বিমানের প্রথম শ্রেণিতে যাতায়াতের ওপর। পাঁচতারা হোটেলে করা যাবে না সরকারি মিটিংও। এরই সঙ্গে পরিকল্পনা-বহির্ভূত খরচ দশ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। তবে সরকারি কর্মীদের বেতন, পেনসন এবং প্রতিরক্ষা বাজেটে এই ব্যয় সংকোচের প্রভাব পড়বে না।
অর্থমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, সরকারের কাজকর্মে দক্ষতা না কমিয়েই আর্থিক শৃঙ্খলা কায়েমের লক্ষ্যে ব্যয়সংকোচের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরে মোট জিডিপির চার দশমিক এক শতাংশের মধ্যে বেঁধে রাখতে হবে আর্থিক ঘাটতি, আপাতত এই লক্ষ্যমাত্রাই সামনে রেখে এগোচ্ছে মোদী সরকার।