৩১ অগস্ট ডেডলাইন, এখনই অনলাইনে লিঙ্ক করুন আধার, প্যান

Updated By: Aug 29, 2017, 07:10 PM IST
৩১ অগস্ট ডেডলাইন, এখনই অনলাইনে লিঙ্ক করুন আধার, প্যান

ওয়েব ডেস্ক: হাতে সময় খুবই কম, ৩১ অগস্টের মধ্যেই অনলাইনে লিঙ্ক করে নিতে হবে আপনার আধার এবং প্যান। সরকারি নির্দেশিকা অনুযায়ী করদাতাদের আধার এবং প্যান লিঙ্ক করার সময়সীমা ৩১ অগস্ট পর্যন্তই। উল্লেখ্য, 'গোপনীয়তা রক্ষার অধিকার' সংক্রান্ত সুপ্রিম রায় আধার এবং প্যান লিঙ্কের ক্ষেত্রে আপাতত কোনও রকম প্রতিবন্ধকতা তৈরি করছে না। সুতরাং, দেরি না করে জেনে নিন সহজ উপায় আর অনলাইনে লিঙ্ক করিয়ে নিন আধার নম্বর এবং প্যান। 

যে ভাবে অনলাইনে আধার এবং প্যান লিঙ্ক করবেন:

- প্রথমে আয়কর দফতরের 'ইনকাম ট্যাক্স ই-ফিলিং পোর্টালে' নিজের আয় সংক্রান্ত যাবতীয় নথি রেজিস্ট্রার করুন।
- ওই পোর্টালে নিজের জন্ম তারিখ, পাসওয়ার্ড এবং লগ ইন আইডি লিখুন।
- এরপরই উইন্ডোতে একটা 'পপ-আপ' আসবে, সেখানে আধার এবং প্যান লিঙ্ক করার জন্য আপনাকে অনুরোধ করা হবে। 
- যদি 'পপ-আপ' না আসে তাহলে প্রোফাইল সেটিংয়ে গিয়ে লিঙ্ক আধার অপশনে ক্লিক করুন। 
- স্ক্রিনে আসা সমস্ত তথ্য ভালো করে যাচাই করে নিন।
- সব তথ্য আপনার নথির সঙ্গে সঠিকভাবে মিললেই 'লিঙ্ক আধার' অপশনে ক্লিক করুন (যদি তথ্যে অমিল পান তাহলে ইউজারকে সমস্ত তথ্য সঠিক করে নথিভুক্ত করার জন্য নির্দেশ আসবে) 
-  এরপরই একটা মেসেজ আসবে যেখানে লেখা থাকবে আপনার আধার এবং প্যান লিঙ্কের পক্রিয়া সম্পূর্ণ হয়েছে। 

.