লোকসভা নির্বাচনে লড়ার জল্পনা ওড়ালেন মাধুরী

রাজনৈতিক মহলের খবর, পুনেতে বিজেপির ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। ফলে সেখানে দলের জেতা প্রার্থী অনিল শিরোলেকে সরিয়ে মাধুরীকে আনতে চাইছে দলের একাংশ

Updated By: Dec 8, 2018, 11:36 AM IST
লোকসভা নির্বাচনে লড়ার জল্পনা ওড়ালেন মাধুরী

নিজস্ব প্রতিবেদন: পুনে থেকে বিজেপির টিকিটে আগামী লোকসভা নির্বাচনে লড়াইয়ে নামছেন। এমনটাই খবর ছিল সংবাদমাধ্যমে। সেই জল্পনা উড়িয়ে বিজেপি সমর্থকদের শেষপর্যন্ত হতাশ করলেন মাধুরী দিক্ষিত।

আরও পড়ুন-রাস্তা আটকে ভোজালির কোপ, মৃত্যু নিশ্চিত করতে গুলি তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামীকে

মাধুরী দিক্ষিত জানিয়ে দিলেন, নির্বাচনে লড়াই করার যে খবর রটেছে তা একেবারে মিথ্যে ও জল্পনা। প্রসঙ্গত, এমনটাও শোনা গিয়েছিল, মহারাষ্ট্রের বিজেপি নেতারা মাধুরীর নাম প্রার্থী তালিকায় রেখেছেন। পাশাপাশি খোদ অমিত শাহও নাকি মাধুরীর নামে সিলমোহর বসিয়েছেন।

উল্লেখ্য, এবছর জুন মাসে অমিত শাহ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস মুম্বইয়ে তাঁর বাসভবনে মাধুরীর সঙ্গে সাক্ষাত করেন। তার পর থেকেই জল্পনা তৈরি হয়েছিল এবার বিজেপির হয়ে নির্বাচনে লড়ছেন ধকধক গার্ল। সেই জল্পনা গত সপ্তাহে আরও তেজি হয়ে মহারষ্ট্রের এক শীর্ষ বিজেপি নেতার বক্তব্যে।

বৃহস্পতিবার রাজ্য বিজেপির ওই নেতা সংবাদসংস্থা পিটিআইকে বলেন, “২০১৯ লোকসভা নির্বাচনে মাধুরী দিক্ষিতকে প্রার্থী করার বিষয়ে দল ভাবনাচিন্তা করছে। আমাদের মনে হয়েছে, পুনে আসনটিই তাঁর ভোটে লড়ার ক্ষেত্রে সবথেকে ভাল।”

আরও পড়ুন-তেলেঙ্গানায় জোর ধাক্কা রাহুল-চন্দ্রবাবুর, প্রত্যাবর্তন কেসিআরের, ইঙ্গিত সমীক্ষার  

রাজনৈতিক মহলের খবর, পুনেতে বিজেপির ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। ফলে সেখানে দলের জেতা প্রার্থী অনিল শিরোলেকে সরিয়ে মাধুরীকে আনতে চাইছে দলের একাংশ। বিজেপির ওই শীর্ষ নেতা সংবাদসংস্থাকে বলেন, মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনের জন্য দল প্রার্থীতালিক চূড়ান্ত করার পথে। দলের প্রার্থীতালিকায় মাধুরী দিক্ষিতকে রাখা হয়েছে। তাঁকে প্রার্থী হিসেবে গুরুত্ব দিয়ে বিচার করছে দল।

.