সেনাবাহিনীকে ‘মোদীর সেনা’ বলায় নাম না করে যোগীকে বেইমান বললেন ভি কে সিং!
যোগীর ওই মন্তব্যের পর রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় ওঠে। সরব হয়ে ওঠে বিরোধীরা
নিজস্ব প্রতিবেদন: লোকসভা ভোটের মুখে দলের নেতাকেই একহাত নিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং। বৃহস্পতিবার সংবাদমাধ্যমে এক সক্ষাতকারে ভি কে সিং বলেন, সেনাবাহিনীকে যারা ‘মোদী কি সেনা’ বলে তারা বেইমান।
আরও পড়ুন-দমদম বিমানবন্দরের কাছে অস্ত্র কারখানার হদিশ
উল্লেখ্য, গত ১ এপ্রিল গাজিয়াবাদে এক সভায় ভি কে সিংয়ের হয়েই প্রচার করছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে তিনি বলেন, ‘কংগ্রেসের লোকজন জঙ্গিদের বিরিয়ানি খাওয়ায়, আর মোদি-র সেনা তাদের গুলি-বোমা খাওয়ায়।’
যোগীর ওই মন্তব্যের পর রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় ওঠে। সরব হয়ে ওঠে বিরোধীরা। পাশাপাশি, দেশের প্রাক্তন সেনা কর্মীরাও এনিয়ে প্রতিবাদ করেন। বিরোধীরা এনিয়ে আদিত্যনাথের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। গোটা বিষয়টি গড়ায় নির্বাচন কমিশন পর্যন্ত। কমিশনের পক্ষ থেকে শুক্রবারের মধ্যে ওই মন্তব্যের জন্যে যোগীকে ব্যাখ্যা দিতে বলা হয়।
আরও পড়ুন-ভিডিয়ো: গাড়ি থেকে নেমে সোজা বিশেষভাবে সক্ষম ছাত্রীদের মাঝে মুখ্যমন্ত্রী
ভি কে সিং ওই মন্তব্য সম্পর্কে তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘বিজেপির পক্ষে প্রচারের সময়ে সব নেতাই নিজেকে সেনা বলে মনে করেন। কোন প্রসঙ্গে ওই মন্তব্য করা হয়েছিল তা জানি না। কেউ যদি বলে থাকেন, ভারতীয় সেনাবাহিনী মোদীজি-র সেনা তাহলে তিনি শুধু ভুলই বলেননি বরং তাঁকে বেইমান বলা যায়। সেনাবাহিনী কোনও রাজনৈতিক দলের নয়, তা দেশের। যাদের কাছে কিছু বলার নেই তারাই এরকম বলেন।’