মহিলাকে ট্রেন লাইনে পড়ে যাওয়া থেকে বাঁচালেন পুলিস কনস্টেবল! (ভিডিও)
মানবিকতা, সহানুভূতি, দয়া, মায়া, মমতা শব্দগুলো ক্রমশ লুপ্ত হতে বসেছে। মানুষ আজ নামেই মানুষ, কাজে বড্ড অমানুষ। তাই তো খুন, জখম, হানাহানি, ধর্ষণ এত বেশি মাত্রায় হচ্ছে চারিদিকে। তাই তো আজ একটা মানুষ দুর্ঘটনায় আহত হয়ে রাস্তায় পড়ে পড়ে যন্ত্রনায় কাতরাচ্ছে, আর ঝামেলায় জড়িয়ে পড়ার ভয় কেউ তাকে তুলে হাসপাতালে পর্যন্ত নিয়ে যাচ্ছে না। তবে পৃথিবীর সব মানুষ এখনও পর্যন্ত এমন অমানুষ হয়ে যায়নি। কেউ কেউ এখনও ভালো আছেন। তাঁদের ডিক্সনারিতে মানবিকতা, সহানুভূতি, দয়া, মায়া শব্দগুলো এখনও আছে।
ওয়েব ডেস্ক: মানবিকতা, সহানুভূতি, দয়া, মায়া, মমতা শব্দগুলো ক্রমশ লুপ্ত হতে বসেছে। মানুষ আজ নামেই মানুষ, কাজে বড্ড অমানুষ। তাই তো খুন, জখম, হানাহানি, ধর্ষণ এত বেশি মাত্রায় হচ্ছে চারিদিকে। তাই তো আজ একটা মানুষ দুর্ঘটনায় আহত হয়ে রাস্তায় পড়ে পড়ে যন্ত্রনায় কাতরাচ্ছে, আর ঝামেলায় জড়িয়ে পড়ার ভয় কেউ তাকে তুলে হাসপাতালে পর্যন্ত নিয়ে যাচ্ছে না। তবে পৃথিবীর সব মানুষ এখনও পর্যন্ত এমন অমানুষ হয়ে যায়নি। কেউ কেউ এখনও ভালো আছেন। তাঁদের ডিক্সনারিতে মানবিকতা, সহানুভূতি, দয়া, মায়া শব্দগুলো এখনও আছে।
আরও পড়ুন ইসরোর রকেটে চড়ে মহাকাশে আটটি স্যাটেলাইট, তার মধ্যে তিনটি ভারতের নিজস্ব
চারপাশের হিংসার মাঝে কখনও কখনও দেখে মেলে সেই সব মানুষের। যাঁরা অন্যের বিপদে আজও ঝাঁপিয়ে পড়ে। তেমনই একজনের দেখা মিলল। লোনাওলা স্টেশনে ট্রেন ধরার জন্য দৌড়চ্ছিলেন ওই মহিলা। দৌড়তে গিয়ে হঠাত্ পা পিছলে পড়ে যান। এমনকি লাইনেও পড়ে যাচ্ছিলেন। সেই সময়ে এক মহারাষ্ট্র পুলিস কনস্টেবল দ্রুতগতিতে তাঁকে লাইনে পড়ে যাওয়া থেকে রক্ষা করেন। সত্যি, এমন মানুষেরা আছেন বলেই আজও কিছু মানুষ বিপদের হাত থেকে রক্ষা পান।
বলিউড অভিনেতা অক্ষয় কুমার পবন তারে নামে ওই পুলিস কনস্টেবলের সাহসীকতার প্রশংসা করেছেন। দেখুন সেই ভিডিও।