Petrol-Diesel Price: কেরল দিয়ে শুরু, পেট্রল-ডিজেলে কর কমাল আরও এক অবিজেপি শাসিত রাজ্য
আরও এক রাজ্যের অবিজেপি শাসিত সরকার পেট্রল-ডিজেলের (Petrol-Diesel Price) কর কমাল। কেরলের পর বড় পদক্ষেপ নিল মহারাষ্ট্র সরকার। পেট্রল-ডিজেলের (Petrol-Diesel Price) কর কমাল উদ্ধব ঠাকরের সরকার।
নিজস্ব প্রতিবেদন: আরও এক রাজ্যের অবিজেপি শাসিত সরকার পেট্রল-ডিজেলের (Petrol-Diesel Price) কর কমাল। কেরলের পর বড় পদক্ষেপ নিল মহারাষ্ট্র সরকার। পেট্রল-ডিজেলের (Petrol-Diesel Price) কর কমাল উদ্ধব ঠাকরের সরকার।
শুক্রবার টুইট করে জ্বালানির দাম কমার ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। তিনি জানান, পেট্রলের উপর লিটারে ৮ টাকা এবং ডিজেলের উপর লিটারে ৬ টাকা শুল্ক ছাড় দেবে সরকার। ফলে পেট্রলের দাম কমবে লিটারে সাড়ে ৯ টাকা এবং ডিজেলের ৭ টাকা (Petrol-Diesel Price Reduced)।
কেন্দ্রের সেই ঘোষণার পরই আরও বড় ঘোষণা করে কেরলের বাম সরকার। পেট্রল এবং ডিজেলের (Petrol-Diesel Price) উপর কর ছাড়ের ঘোষণা করে পিনারাই বিজয়নের সরকার। পেট্রলের উপর লিটারে ২ টাকা ৪১ পয়সা এবং ডিজেলের উপর লিটারে ১ টাকা ৩৬ পয়সা কর ছাড় দেওয়া হয়। এবার একই পথে হাঁটল মহারাষ্ট্র সরকার। পেট্রলের উপর লিটারে ২ টাকা ০৮ পয়সা এবং ডিজেলের উপর লিটারে ১ টাকা ৪৪ পয়সা কর ছাড় দিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।