পিএফের আওতায় আসছেন গাড়ি চালক থেকে বাড়ির পরিচারিকারাও!

পিএফ আইনে বদলের কথাও ভাবছে মন্ত্রক

Updated By: Aug 27, 2019, 02:56 PM IST
পিএফের আওতায় আসছেন গাড়ি চালক থেকে বাড়ির পরিচারিকারাও!

নিজস্ব প্রতিবেদন: ঘরে কাজের লোক রাখার আগে ফের একবার ভাবতে হবে। বাড়ির পরিচারিকা ও গাড়ি চালকদের পিএফের আওতায় আনার প্রস্তাব করল কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। এর জন্য পিএফ আইনে বদলের কথাও ভাবছে মন্ত্রক।

আরও পড়ুন-রাজ্যে গণপিটুনি রুখতে বিধানসভার চলতি অধিবেশনেই বিল আনছে সরকার

দেশের অসংঘটিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য কেন্দ্র চালু করেছে প্রধানমন্ত্রীর শ্রম যোগী মান ধন পেনশন যোজনা। তার পর এই পদক্ষেপ নিতে চলেছে সরকার। বর্তমানে মূল বেতনের ১২ শতাংশ কাটা হয় প্রভিডেন্ট ফান্ড হিসেবে। আরও ১২ শতংশ দেন মালিক। নতুন নিয়মে বিশেষ শ্রেণির শ্রমিকদের জন্য পিএফের অঙ্ক কমিয়ে আনার কথা ভাবা হচ্ছে বলে খবর।

আরও পড়ুন-দেশে ফিরেই অরুণ জেটলির বাড়ি ছুটে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

উল্লেখ্য, বিড়ি, পাট, ইটভাটা শ্রমিকদের ক্ষেত্রে পিএফের হার ১০ শতাংশ। পাশাপাশি কোনও রুগ্ন শিল্পের ক্ষেত্রের ১০ শতাংশ পিএফ জমা দেওয়ার নিয়ম রয়েছে। ২০ জনের বেশি কর্মী থাকলে ওই নিয়ম লাগু হয়। এখন বাড়ির পরিচারিকা বা গাড়ির চালকদের জন্য পিএফ চালু করা হলে তার আওতায় চলে আসবেন বহু মানুষ।

.