রানওয়েতে চাকা ফাটল বিমানের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন শতাধিক যাত্রী
বৃহস্পতিবার দুপুরে বিমানটি দিল্লির উদ্দেশে টেকঅফের পরই চেন্নাই এটিসি-র এক কর্মী দেখতে পান চাকার অংশবিশেষ ও হাইড্রলিক ফ্লুইড রানওয়েতে পড়ে রয়েছে
নিজস্ব প্রতিবেদন : অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন চেন্নাই থেকে দিল্লিগামী স্পাইস জেটের শতাধিক যাত্রী। উড়ানের সময় বোয়িং ৭৩৭ বিমানটির একটি চাকা ফেটে যায়। এরপরই কয়েক মিনিটের মধ্যে সেটিকে ফের রানওয়েতে ফিরিয়ে আনা হয়। সংস্থার তরফে জানানো হয়েছে যাত্রীরা সকলেই নিরাপদে রয়েছেন।
আরও পড়ুন- এশিয়ার ধনীতম গ্রামের তালিকায় এল অরুণাচল প্রদেশের বোমজা
SpiceJet Chennai-Delhi flight suffered a suspected tyre burst at the time of take off. The crew decided to turn back and landed safety at Chennai. Passengers were deplaned safely in a normal manner and taken to terminal building: SpiceJet
— ANI (@ANI) February 8, 2018
বিমানবন্দর সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে বিমানটি দিল্লির উদ্দেশে টেকঅফের পরই চেন্নাই এটিসি-র এক কর্মী দেখতে পান চাকার অংশবিশেষ ও হাইড্রলিক ফ্লুইড রানওয়েতে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গেই পাইলটকে এই ঘটনার কথা জানানো হয়। মুহূর্তের মধ্যে রানওয়েতে ফিরিয়ে আনা হয় বিমানটিকে। নিরাপদেই অবতরণ করে সেটি। তবে, এই ঘটনার জেরে চেন্নাই বিমানবন্দরের প্রধান রানওয়ে দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।