ওদের টার্গেট বাংলা আমাদের টার্গেট লালকেল্লা, হুঙ্কার মমতার
বিজেপিকে পাল্টা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির তখত থেকে বিজেপিকে সরানোর ডাক দিলেন।
নিজস্ব প্রতিবেদন: 'এবার বাংলা', ত্রিপুরা জয়ের পরই হুঙ্কার দিয়েছেন দিলীপ-মুকুলরা। বামদুর্গ পতনের পর পরবর্তী লক্ষ্য স্থির করে দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেনাপতি অমিত শাহও স্পষ্ট করেছেন, বাংলা, কেরল ও ওডিশায় বিজয়কেতন না উড়লে বিজেপির স্বর্ণযুগ আসবে না। সোমবার পুরুলিয়ার সভায় বিজেপির সেই হুঙ্কারের জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বকীয়ভঙ্গিতে তৃণমূল নেত্রী এদিন বলেন, ''ওরা বাংলা টার্গেট করলে আমার টার্গেট লালকেল্লা।''
রবিবারই অবশ্য বিজেপিকে একপ্রস্ত হুঙ্কার দিয়ে রেখেছিলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েন। বলেছিলেন, ''এবারই লালকেল্লায় শেষবার জাতীয় পতাকা তুলবেন নরেন্দ্র মোদী। তৃণমূল ও সমস্ত বিরোধী দলের হয়ে চ্যালেঞ্জ করলাম আমরা।'' সেই সুরেই এদিন ডেরেকের দলনেত্রী বলেন, ''কেউ কেউ বলছে ওদের টার্গেট বাংলা। আমাদের টার্গেট লালকেল্লা।চলো দিল্লি চলো।'' এদিন মমতার ভাষণের বেশিরভাগটাই জুড়েছিল গেরুয়া শিবিরের আক্রমণ।
PM Narendra Modi will deliver his last speech as Prime Minister from ramparts of Red Fort on 15 Aug 2018. Writing is on the wall. In 2019, he will not deliver that speech in Red Fort. This is our challenge on behalf of TMC and all the opposition parties: Derek O'Brien, MP TMC pic.twitter.com/M2nM64vF3N
— ANI (@ANI) March 4, 2018
#DidiSpeaks #DidiInPurulia pic.twitter.com/q4KgVN7aL2
— AITC (@AITCofficial) March 5, 2018
ত্রিপুরায় সিপিএমের পরাজয়ের পর উষ্মাপ্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করেছিলেন, বিজেপিকে আটকাতে বামেরা উদ্যোগ নেয়নি, বরং আত্মসমর্পণ করেছে। এমনকি কংগ্রেসের ছন্নছাড়া মনোভাবকেও কাঠগড়ায় তুলেছিলেন তৃণমূল নেত্রী। বিজেপিকে ঠেকাতে দীর্ঘদিন ধরেই বিরোধী ঐক্যের পক্ষে সওয়াল করে আসছে তৃণমূল। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর বিজেপির বিরুদ্ধে বিরোধী জোটের ডাক দিয়েছেন। তাঁকে ফোন করে পাশে দাঁড়িয়েছেন মমতা।
West Bengal CM Mamata Banerjee and former Jharkhand CM Hemant Soren called Telangana CM K Chandrashekhar Rao, expressing their support to his statement on bringing a 'qualitative change in Indian politics' (file pic) pic.twitter.com/fqlDmF1daI
— ANI (@ANI) March 4, 2018
বস্তুত, ২০১৬ সালে পশ্চিমবঙ্গে প্রত্যাবর্তনের পর থেকেই বিজেপি বিরোধী জোট গঠনের সলতে পাকাতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে, ২০১৯ সালে কেন্দ্রে বিজেপি বিরোধী জোটের অন্যতম মুখ হয়ে উঠতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- দাঙ্গাবাজদের ধরে দিতে পারলেই মিলবে চাকরি-টাকা : মমতা