ত্রিপুরায় দাঁড়িয়ে মমতার সওয়াল পরিবর্তনের পক্ষে, কেন্দ্রে ক্ষমতা দখলের ডাক

এ বার আর ফেডারেল ফ্রন্টের কথা বললেন না। ত্রিপুরায় প্রথম লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে সমমনস্ক দলগুলিকে এক করে কেন্দ্রে ক্ষমতা দখলের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মতোই ত্রিপুরাতেও ডাক দিলেন পরিবর্তনের। এই পাহাড়ি রাজ্যে এ বার দুটি আসনেই প্রার্থী দিচ্ছে তৃণমূল। একই সঙ্গে জানিয়ে দিলেন, লোকসভার পর বিধানসভা ভোটে জিতে রাজ্যে ক্ষমতাসীন সরকারকে গদিচ্যুত করাই তাঁর পরের লক্ষ্য।

Updated By: Feb 25, 2014, 09:27 PM IST

এ বার আর ফেডারেল ফ্রন্টের কথা বললেন না। ত্রিপুরায় প্রথম লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে সমমনস্ক দলগুলিকে এক করে কেন্দ্রে ক্ষমতা দখলের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মতোই ত্রিপুরাতেও ডাক দিলেন পরিবর্তনের। এই পাহাড়ি রাজ্যে এ বার দুটি আসনেই প্রার্থী দিচ্ছে তৃণমূল। একই সঙ্গে জানিয়ে দিলেন, লোকসভার পর বিধানসভা ভোটে জিতে রাজ্যে ক্ষমতাসীন সরকারকে গদিচ্যুত করাই তাঁর পরের লক্ষ্য।

সোমবার আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দান থেকে লোকসভা ভোটের প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর শুরুতেই অনুন্নয়নের অভিযোগ তুলে চিরাচরিত পরিবর্তনের ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো। জানালেন, দুটি আসনেই এ বার প্রার্থী দিচ্ছে তৃণমূল।

ইতিমধ্যে কংগ্রেস থেকে সুরজিত্ দত্ত, রতন চক্রবর্তী এবং জহর সাহাকে ভাঙিয়ে নিজেদের দিকে টেনে নিয়েছে তৃণমূল। শোনা যাচ্ছে, ত্রিপুরার সঙ্গে যোগ রয়েছে, পশ্চিমবঙ্গের এমন কোনও অভিনেত্রীর আত্মীয়কে এ বার লোকসভায় প্রার্থী করতে পারে তৃণমূল। কিন্তু কে সেই অভিনেত্রী তা এখনও স্পষ্ট নয়। লক্ষ্যণীয়, এ দিন নতুন করে ফেডারেল ফ্রন্টের কথা না বলে সমমনস্ক দলগুলিকে একত্রিত করে কেন্দ্রে ক্ষমতা দখলের ডাক দিলেন মমতা। কারণ, তিনি মনে করছেন, কংগ্রেস কোমায় চলে গিয়েছে, বিজেপিও একা ক্ষমতা দখল করতে পারবে না। এ বার ভোটে তৃণমূলই নির্ণায়ক ভূমিকা নেবে।

.