বিধানসভা ভোটের প্রচারের ত্রিপুরায় মমতা-অভিষেক

১৬ ফেব্রুয়ারি বিধানসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে বিজেপিশাসিত ত্রিপুরায়। ফলাফল ঘোষণা হবে ২ মার্চ।

Updated By: Feb 6, 2023, 05:42 PM IST
 বিধানসভা ভোটের প্রচারের ত্রিপুরায় মমতা-অভিষেক

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্যবধান মাত্র ২৪ ঘণ্টা। বিধানসভা ভোটের ইস্তেহার প্রকাশের পর এবার ত্রিপুরা সফরে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে অভিষেকও। আগামীকাল, মঙ্গলবার আগরতলায় প্রথমে রোড-শো, তারপর জনসভা। 

হাতে আর বেশি সময় নেই। ১৬ ফেব্রুয়ারি বিধানসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে বিজেপিশাসিত ত্রিপুরায়। ফলাফল ঘোষণা হবে ২ মার্চ।  প্রথমদফায় ২২ জনের প্রার্থীতালিকা প্রকাশ করেছে তৃণমূল। শুধু তাই নয়, নির্বাচনী ইস্তেহারে বাংলার মতোই ত্রিপুরায়ও মহিলাদের জন্য একাধিক প্রকল্প চালু প্রতিশ্রুতি দিয়েছে এ রাজ্যের শাসকদল। যেমন লক্ষ্মীর ভাণ্ডার, প্রাপ্তবয়ষ্ক মহিলাদের বিয়ের জন্য এককালীন ২৫ হাজার টাকা অনুদান। এমনকী, সবুজ সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো প্রকল্পেরও উল্লেখ রয়েছে তৃণমূলের ইস্তেহারে।

আরও পড়ুন: India Energy Week 2023: বেঙ্গালুরুতে 'ইন্ডিয়া এনার্জি উইক' উদ্বোধনে নরেন্দ্র মোদী, পাশাপাশি আরও কর্মসূচি...

ভোটের প্রচারে ২ দিনের সফরে ত্রিপুরা যাচ্ছেন মমতা ও অভিষেক। কবে? আজ, সোমবারই আগরতলায় পৌঁছবেন তাঁরা। পুজো দেবেন ত্রিপুরেশ্বরী মন্দিরে। আগামীকাল, মঙ্গলবার সকালে আগরতলায় রোড-শো করবেন তৃণমূলনেত্রী। রবীন্দ্রভবন থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন এলাকা পরিক্রমার পর সেই রোড শো শেষ হবে রবীন্দ্র ভবনেই। তারপর হবে জনসভা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.