ওড়িশা যাচ্ছেন মমতা, নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক! চব্বিশের আগে বিরোধী ঐক্যে শান?

 চব্বিশের আগে বিরোধী ঐক্যে শান? অখিলেশের সঙ্গে বৈঠকের পর ২৩ মার্চ অর্থাত্‍ আগামী সপ্তাহের বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়-নবীন পট্টনায়ক বৈঠক। ২৩ মার্চ ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে ভুবনেশ্বরে বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী। ২১ মার্চ ওড়িশা যাচ্ছেন মুখ্যমন্ত্রী। পরের দিন অর্থাত্‍ ২২ মার্চ পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।  

Updated By: Mar 17, 2023, 05:43 PM IST
ওড়িশা যাচ্ছেন মমতা, নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক! চব্বিশের আগে বিরোধী ঐক্যে শান?
ফাইল ছবি

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরোচব্বিশের আগে বিরোধী ঐক্যে শান? অখিলেশের সঙ্গে বৈঠকের পর ২৩ মার্চ অর্থাত্‍ আগামী সপ্তাহের বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-নবীন পট্টনায়ক (Naveen Patnaik) বৈঠক। ২৩ মার্চ ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে ভুবনেশ্বরে বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী। ২১ মার্চ ওড়িশা যাচ্ছেন মুখ্যমন্ত্রী। পরের দিন অর্থাত্‍ ২২ মার্চ পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ২৩ তারিখ ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে একটি বৈঠক হতে পারে তাঁর।

আরও পড়ুন, Manish Kothari: 'গরু পাচারের টাকাতেই সুকন্যার ১৬ কোটির FD', জেরায় মুখ খুললেন কেষ্টর অ্যাকাউন্ট্যান্ট

আগামী ২০২৪ সালে একদিকে যেমন লোকসভা নির্বাচন হবে, তেমনই ওড়িশায় বিধানসভা নির্বাচনও রয়েছে। নীতিগতভাবে কংগ্রেস ও বিজেপি-উভয় দলের সঙ্গেই সমান দূরত্ব বজায় রাখেন বিজেডি প্রধান নবীন পট্টনায়ক। তব রাজ্যস্তরে বিজেপির সঙ্গে বিজেডি প্রতিদ্বন্দ্বিতা করলেও, কেন্দ্রীয় স্তরে এখনও অবধি বিজেপির পাশেই দাঁড়িয়েছেন নবীন পট্টনায়ক।

অন্যদিকে, আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে রুখতে সমমনোভাবাপন্ন দলগুলিকে একছাতার তলায় আনার চেষ্টা অনেকদিন ধরেই করছে তৃণমূল। সেই বিষয়ে আম আদমি পার্টির বা সমাজবাদী পার্টির মতো দলের সঙ্গে যোগাযোগও রাখছে তৃণমূল। এদিন কলকাতায় এসেছেন সমাজবাদী পার্টির শীর্ষ নেতা অখিলেশ যাদব। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও গিয়েছেন তিনি।

এরপরই ওড়িশা যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে অন্য সমীকরণের ইঙ্গিত পাচ্ছে রাজনৈতিক মহলের একাংশ। আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধী দলগুলিকে নিয়ে সলতে পাকানোর কাজ শুক্রবারই শুরু করত চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন, উদ্বেগজনক হারে বাড়ছে কোভিড সংক্রমণ, ৬ রাজ্যকে কড়া চিঠি কেন্দ্রের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.