জয়ললিতার ফোন মমতা বন্দ্যোপাধ্যায়কে, আলোচনা লোকসভা ভোট নিয়ে, হাত ধরতে রাজি মমতাও

তামিলনাড়ুতে ধাক্কা খেল তৃতীয় বিকল্প। বামেদের হাত ছেড়ে দিলেন জয়ললিতা। আসন নিয়ে রফা না হওয়াতেই জোট ভেঙে দিল এআইএডিএমকে। আর এই জোট ভাঙার দিনেই নতুন ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, জয়ললিতা প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই তাঁর। একই সঙ্গে কেন্দ্রে সরকার গঠনে বিজেপির হাত ধরার সম্ভাবনা নেই বলেও জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী।

Updated By: Mar 7, 2014, 02:21 PM IST

JUST IN:

জয়ললিতার ফোন মমতা বন্দ্যোপাধ্যায়কে

আলোচনা লোকসভা ভোট নিয়ে

আজ সকালে মুখ্যমন্ত্রীকে ফোন করেন জয়ললিতা

তামিলনাড়ুতে ধাক্কা খেল তৃতীয় বিকল্প। বামেদের হাত ছেড়ে দিলেন জয়ললিতা। আসন নিয়ে রফা না হওয়াতেই জোট ভেঙে দিল এআইএডিএমকে। আর এই জোট ভাঙার দিনেই নতুন ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, জয়ললিতা প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই তাঁর। একই সঙ্গে কেন্দ্রে সরকার গঠনে বিজেপির হাত ধরার সম্ভাবনা নেই বলেও জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী।

দোসরা ফেব্রুয়ারি বামেদের সঙ্গে হাত মিলিয়ে তামিলনাড়ুতে অকংগ্রেসি-অবিজেপি জোটের রাস্তা তৈরি করেছিল এআইএডিএমকে। কিন্তু, লোকসভা ভোটে চল্লিশটির মধ্যে কটি আসন বামেদের ছাড়বেন তিনি? এনিয়ে শুরু হয়ে যায় টানাপোড়েন। দফায় দফায় বৈঠকেও মেলেনি রফাসূত্র। এরপর বৃহস্পতিবারই এআইএডিএমকে জানিয়ে দেয় বামেদের সঙ্গে একজোট হয়ে লড়ছে না তারা। এই ঘোষণার পরই বামেরাও জানিয়ে দিয়েছে, নতুন করে সম্পর্ক জোড়া লাগানোর পথে হাঁটবে না তারা। তামিলনাড়ুতে যখন ধাক্কা খেল তৃতীয় বিকল্প, সেদিনই জয়ললিতাকে নিয়ে তাঁর কোনও ছুতমার্গ নেই বলে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

একই সঙ্গে সাম্প্রদায়িকতা ইস্যুতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও সুর চড়ালেন তৃণমূল নেত্রী। কোনও পরিস্থিতিতেই বিজেপির হাত ধরবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি।

সেক্ষেত্রে, কার হাত ধরবে তৃণমূল? মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, স্থিতিশীল সরকার গঠনের পক্ষে তিনি। তবে, বৃহস্পতিবারও তৃতীয় বিকল্পকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

.