কংগ্রেস বিরোধিতার সুর চড়িয়ে দিল্লিতে ধরনায় বসবেন মমতা
এবার দিল্লিতে ধরনায় বসবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকবেন দলীয় নেতারা। ধরনা পয়লা অক্টোবর। এফডিআই, ডিজেলের মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসে ভর্তুকির সিলিন্ডার কমানো সহ একাধিক কেন্দ্রীয় নীতির বিরোধিতায় এই আন্দোলন।
এবার দিল্লিতে ধরনায় বসবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকবেন দলীয় নেতারা। ধরনা পয়লা অক্টোবর। এফডিআই, ডিজেলের মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসে ভর্তুকির সিলিন্ডার কমানো সহ একাধিক কেন্দ্রীয় নীতির বিরোধিতায় এই আন্দোলন।
ইউপিএ টু থেকে সমর্থন প্রত্যাহারেই যে দল থেমে থাকবে না, দিল্লিতে ধরনায় বসে সেই বার্তাই জাতীয় স্তরে পৌঁছে দিতে চায় তৃণমূল। সমর্থন প্রত্যাহারেই থেমে থাকা নয়। কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের সুর আরও চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। একাধিক কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে এবার দিল্লির বুকে আন্দোলনে নামছে তৃণমূল। আগামী পয়লা অক্টোবর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে তৃণমূলের ধরনায় হাজির থাকবেন দলের সব সাংসদরা।
এফডিআই, ডিজেলে মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে দেশজুড়ে তীব্র আন্দোলন গড়ে তুলতে চায় তৃণমূল কংগ্রেস। একইসঙ্গে কেন্দ্র বিরোধিতায় অনান্য মুখ্যমন্ত্রীদের সঙ্গেও যোগাযোগ রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে অন্য অকংগ্রেসি ও অবিজেপি দলগুলিকেও ধরনায় টানার চেষ্টা করা করবেন তৃণমূল সুপ্রিমো। রাজনৈতিক মহলের ধারণা দুহাজার চোদ্দকে সামনে রেখে দিল্লির রাজনীতিতে তৈরি হতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।