করোনা ঠেকাতে আজব কাণ্ড; রাস্তায় ছুটছে স্বচ্ছ প্লাস্টিকে মোড়া বাইক, ভিডিয়ো ভাইরাল
সোশ্যাল মিডিয়ায় এমনই এক ভিডিয়ো পোস্ট করেছেন আইপিএস অফিসার রুপিন শর্মা
নিজস্ব প্রতিবেদন: করোনা থেকে বাঁচতে মাস্ক মাস্ট। হাত ধোওয়া, স্যানিটাইজার তো আছেই। এবার দেখুন করোনা থেকে বাঁচতে 'দেশি জুডাগ' কাকে বলে।
আরও পড়ুন- করোনায় উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু হলে পেনশন পাবে পরিবার, বড় ঘোষণা কেন্দ্রের
করোনা সংক্রমণ ঠেকাতে আজব কাণ্ড করলেন দুই তরুণ। বাইকে লোহার খাঁচা তৈরি করে তা মুড়ে ফেললেন স্বচ্ছ প্লাস্টিকে। ঠিক যেন একটা বুদবুদের মধ্যে মোড়া বাইক।
#Domestic #Land_Bubble Service
Safety Measures फ़ॉर #Corona pic.twitter.com/Vo8qrJf55o
— Rupin Sharma IPS (@rupin1992) May 25, 2021
এখানেই শেষ নয়। ওই বাইকের পেছনে বসে রয়েছেন অন্য এক তরুণ। বাইকের সিটে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বসেছেন একটু পিছিয়ে। কিন্তু জায়গা কোথায়! তার জন্য বাইকের সিটেই লাগিয়ে নিয়েছেন একটি চেয়ার। সেখানেই তিনি বসে রয়েছেন দিব্বি। রাস্তায় বাইক চলছে হুহু করে।
আরও পড়ুন- 'জনগণের সমর্থন নিয়ে আসা সরকারের...', ফেসবুকে জল্পনা বাড়ালেন মুকুলপুত্র Subhranshu
সোশ্যাল মিডিয়ায় এমনই এক ভিডিয়ো পোস্ট করেছেন আইপিএস অফিসার রুপিন শর্মা। সঙ্গে সঙ্গেই ভাইরাল ওই পোস্ট।