‘নরসিংহ রাওয়ের পর একমাত্র সফল প্রধানমন্ত্রী মনমোহন সিং’
মনমোহন সিংয়ের বায়েপিক নিয়ে মন্তব্য শিবসেনা নেতা সঞ্জয় রাউতের
নিজস্ব প্রতিবেদন: মনমোহন সিংয়ের বায়োপিক ‘দ্যা অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ নিয়ে এখন বিতর্ক তুঙ্গে। মুক্তি পাওয়ার আগেই ছবিটি নিয়ে খানিকটা খুশির হাওয়া গেরুয়া শিবিরে। কোনও কোনও মহলে এমনও বলার চেষ্টা হচ্ছে মনমোহনকে ‘অ্যাক্সিডেন্টাল’ প্রধামন্ত্রী হিসেবে দেখানোর ফলে লোকসভা নির্বাচনে কিছুটা সুবিধা পেতে পারে বিজেপি।
আরও পড়ুন-বাড়ির পাশের পুকুরে মিলল ৪ বছরের শিশুর বস্তাবন্দি দেহ
এদিকে ‘দ্যা অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ নিয়ে এবার উল্টো সুর বিজেপি শরিক শিবসেনার মুখে। দলের নেতা সঞ্জয় রাউত বলেন, ‘যদি কোনও প্রধানমন্ত্রী ১০ বছর দেশ চালান এবং মানুষ তাঁকে সম্মান করে তাহলে তাঁকে অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বলে মনে করি না। নরসিংহ রাওয়ের পর দেশে যদি কেউ প্রধানমন্ত্রী হিসেবে সফল হন তাহলে তিনি মনমোহন সিং।’
কেন্দ্রে বিজেপির শরিক শিবসেনা বরাবরই কেন্দ্রের বিভিন্ন নীতির বিরুদ্ধে সমালোচনায় মুখর। রাম মন্দির নিয়ে ক্রমাগত প্রধানমন্ত্রী বিরুদ্ধে তোপ দেগে চলেছে শিবসেনা। এমনকি অযোধ্যায় গিয়ে মন্দিরের দাবিতে অনুষ্ঠানও করে এসেছেন দলের প্রধান উদ্ধব ঠাকরে। এবার মনমোহন সিংয়ের বায়োপিক নিয়ে একপ্রকার বিজেপির বিরুদ্ধেই অবস্থান নিল শিবসেনা।
আরও পড়ুন-বড়বাজারের গুদামে বিধ্বংসী আগুন, পুড়ে খাক সর্বস্ব
উল্লেখ্য, অনুপম খের অভিনীত দ্যা অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার নিয়ে প্রবল আপত্তি তুলেছে কংগ্রেস। দলের দাবি, ছবির ট্রেলরে সোনিয়া ও রাহুল গান্ধীর চরিত্রকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। ছবিটি মুক্তি পাচ্ছে ১১ জানুয়ারি।