অপহৃত স্টেশন মাস্টারকে মুক্তি দিল মাওবাদীরা
অপহরণের কয়েক ঘণ্টা পরেই মুক্তি পেলেন জসিডি-ঝাঝা সেকশনের ঘোড়পাড়ন স্টেশনের স্টেশন মাস্টার বিজয়কুমার। তাঁর সঙ্গেই অপহৃত দুই কুলিকেও মুক্তি দিয়েছে মাওবাদীরা। এদিন বিকেলে ঘোড়পাড়ন স্টেশনের অনতিদূরের জঙ্গল থেকে তাঁদের উদ্ধার করে সিআরপিএফ, আরপিএফ ও পুলিসের যৌথবাহিনী।
অপহরণের কয়েক ঘণ্টা পরেই মুক্তি পেলেন জসিডি-ঝাঝা সেকশনের ঘোড়পাড়ন স্টেশনের স্টেশন মাস্টার বিজয়কুমার। তাঁর সঙ্গেই অপহৃত দুই কুলিকেও মুক্তি দিয়েছে মাওবাদীরা। এদিন বিকেলে ঘোড়পাড়ন স্টেশনের অনতিদূরের জঙ্গল থেকে তাঁদের উদ্ধার করে সিআরপিএফ, আরপিএফ ও পুলিসের যৌথবাহিনী।
বুধবার সকাল ১০.৩০ নাগাদ পূর্ব রেলের আসানসোল ডিভিশনের অন্তর্গত জসিডি-ঝাঁঝা সেকশনের ঘোড়পাড়ন স্টেশনে হামলা চালায় মাওবাদীরা। অপহরণ করে স্টেশন মাস্টার-সহ দুই কুলিকে। প্রত্যক্ষদর্শী রেলকর্মীরা জানান, ১৫-২০ জনের সশস্ত্র মাওবাদীদের একটি দল এই হামলা চালায়। স্টেশনমাস্টারকে অপহরণের পাশাপাশি রেল লাইনে দু`টি বোমাও রেখে যায় তারা। বিহারের জসিডি থেকে ঝাঝা সেকশনের মধ্যবর্তী অঞ্চলে এর আগেও একাধিকবার নাশকতার ঘটনা ঘটেছে। কিন্তু তা সত্ত্বেও ঘোড়পাড়ন স্টেশনে পৌঁছবার আগেই ট্রেন থেকে কর্তব্যরত রেল পুলিসের জওয়ানরা নেমে যান বলে অভিযোগ যাত্রীদের। এই ঘটনার পর ব্যাহত হয় ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে আটকে পড়ে লোকাল ও দূরপাল্লার বেশ কিছু ট্রেন।
তবে দ্রুত পরিস্থিতি সামলে অপহৃতদের খোঁজে তল্লাসি অভিযানে নামে যৌথবাহিনী। পাশাপাশি রেল লাইনে ল্যান্ড মাইন পুঁতে রাখার আশঙ্কায় বিহার ও ঝাড়খন্ডে সতর্কতা জারি করে রেল কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত স্থানীয় গ্রামবাসীদের সূত্রে বিকেলে খবর আসে, স্টেশনের অনতিদূরের জঙ্গলে অপহৃতদের মুক্তি দিয়েছে মাওবাদীরা।