Ukraine Medical Student: ইউক্রেন ফেরত মেডিকেল পড়ুয়াদের জন্য বড় খবর! দেশে বসেই মিলবে ফাইনাল পরীক্ষার সুযোগ
ইউক্রেন থেকে দেশে ফিরে আসা ভারতীয় মেডিকেল ছাত্রছাত্রীদের এবার ভারত থেকেই ফাইনাল পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হবে। দেশ থেকেই ইউনিফাইড স্টেট কোয়ালিফিকেশন পরীক্ষা (USQE) দেওয়ার অনুমতি দেবে ইউক্রেন, জানিয়েছেন ইউক্রেনের প্রথম উপ-পররাষ্ট্রমন্ত্রী।
শতরূপা কর্মকার: রুশ আক্রমণের পরে ইউক্রেন থেকে দেশে ফিরে আসা ভারতীয় মেডিকেল ছাত্রছাত্রীদের এবার ভারত থেকেই ফাইনাল পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হবে। তিন দিনের ভারত সফরে নয়াদিল্লিতে এসে ইউক্রেনের প্রথম উপ-পররাষ্ট্রমন্ত্রী এমিন জাপারোভা এই কথা জানিয়েছেন। বুধবার বিদেশ মন্ত্রক জানিয়েছেন যে, ভারতীয় মেডিকেল শিক্ষার্থীদের ইস্যুতে এমিন জাপারোভা বলেন, "বিদেশী মেডিকেল শিক্ষার্থীদের তাদের নিজেদের দেশ থেকেই ইউনিফাইড স্টেট কোয়ালিফিকেশন পরীক্ষা (USQE) দেওয়ার অনুমতি দেবে ইউক্রেন।”
গত বছর ফেব্রুয়ারি মাসে যখন রাশিয়ার আক্রমণ শুরু হয় তখন প্রায় ১৯ হাজার ভারতীয় ছাত্রছাত্রী ইউক্রেনে পড়াশোনা করছিলেন। তার মধ্যে বেশির ভাগই ছিলেন মেডিকেল পড়ুয়া। অপারেশান গঙ্গার সাহায্যে ১৮ হাজার পড়ুয়াদের ভারতে ফিরিয়ে আনা হয়েছিল। তবে তাঁদের ভবিষ্যত ছিল অনিশিত। তবে ইতোমধ্যেই প্রায় ২০০০ পড়ুয়া পোল্যান্ড ও রোমানিয়া হয়ে ইউক্রেনে ফিরে গিয়েছে। তবে মূল রাজধানী শহর এলাকার পরিবর্তে দেশের পশ্চিমাঞ্চলে থিতু হয়েছেন বলেই সূত্রের খবর।
আরও পড়ুন: Crorepati Chief Ministers: দেশের গরিবতম মুখ্যমন্ত্রী মমতা, টাকার পাহাড়ে জগন!
চলতি সপ্তাহেই জাপারোভা তাঁর ভারত সফর শেষ করে ইউক্রেন ফিরে গিয়েছেন। এই সফরের সময়, জাপারোভা বিদেশ মন্ত্রকের সচিব (পশ্চিম) সঞ্জয় ভার্মার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখির সঙ্গেও সাক্ষাৎ করেন। বিদেশ মন্ত্রকের তরফে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, জাপারোভা তাঁর সফরের সময়, ইউক্রেন ও ভারতের মধ্যে একটি শক্তিশালী এবং ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার কথা তুলে ধরেছিলেন। জাপারোভার এই ভারত সফর দুই দেশের মধ্যে সহযোগিতাকে সহজতর করবে বলেই উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে।
জাপারোভা জানিয়েছেন, ইউক্রেনিয়ান কর্তৃপক্ষের উদ্যোগের সাহায্যে, যে সমস্ত ছাত্ররা এখনও ভারতে রয়েছে তাঁরা অনলাইন ক্লাসে যোগ দিতে পারেন এবং ভারতে ইউনিফাইড স্টেট কোয়ালিফিকেশন এক্সাম (USQE) দিতে পারেন। এর আগে, ন্যাশনাল মেডিক্যাল কমিশন (NMC) ইউক্রেনের অ্যাকাডেমিক মোবিলিটি প্রোগ্রামকে স্বীকৃতি দিয়েছে। এই প্রোগ্রামের শিক্ষার্থীরা তাঁদের শিক্ষা সম্পূর্ণ করার অনুমতি পেয়েছে। কারণ এই ডিগ্রিটি শুধুমাত্র মূল ইউক্রেনীয় বিশ্ববিদ্যালয় দ্বারা প্রদান করা হবে। NMC আইন অনুসারে, ভারতে প্র্যাকটিস করতে হলে বিদেশী মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের আগে তাঁদের পড়া শেষ করতে হবে এবং শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করতে হবে।
আরও পড়ুন: Rajasthan Congress: তুঙ্গে পাইলট-গেহলোত দ্বন্দ্ব! ভরাডুবি আটকাতে দলের অন্দরে 'সার্জারি'র সম্ভাবনা
এনএমসি দ্বারা জারি করা একটি পাবলিক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউক্রেনের অ্যাকাডেমিক মোবিলিটি প্রোগ্রামটিকে বিদেশ মন্ত্রকের সঙ্গে পরামর্শ করে কমিশনে বিবেচনা করা হয়েছে। জানানো হয়েছে যে, অ্যাকাডেমিক মোবিলিটি প্রোগ্রামটিকে বিশ্বের বিভিন্ন দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অস্থায়ীরূপে স্থানান্তর করা হয়েছে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)